Ajker Patrika

লিটন-সোহানদের অনুশীলনে ‘মেসি’

লিটন-সোহানদের অনুশীলনে ‘মেসি’

তামিম ইকবালের পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে দলের নেতৃত্ব পেয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন লিটন দাস। তবে চট্টগ্রাম টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ২২ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

এই টেস্টকে সামনে রেখে মাঠে ‘লিওনেল মেসি’কে নিয়ে অনুশীলন করেছেন লিটনরা। অবাক হচ্ছেন তো! বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনুশীলন মাঠে মেসি! এই মেসি আর কেউ নন, সাকিব আল হাসান। আর্জেন্টাইন সমর্থক বাংলাদেশি অলরাউন্ডার আজ অনুশীলনে নেমেছিলেন মেসির '১০ নম্বর’ জার্সি গায়ে। 

অন্যরা বাংলাদেশের অনুশীলন জার্সি পরলেও সাকিব ছিলেন ব্যতিক্রম। মেসিদের বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ যে এখনো কাটেনি তাঁর। বল পায়ে মাঠে বেশ দৌড়াদৌড়ি করতে দেখা যায় সাকিবকে। তাঁর অনুশীলনের এক ছবি ফেসবুকে পোস্ট করেছেন লিটন। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের অনুশীলন ক্যাম্পে মেসি’। 

ছবিতে দেখা যায় আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে বল নিয়ে দৌড়াচ্ছেন সাকিব। তাঁকে থামাতে পেছনে নুরুল হাসান সোহান। আরেকটু দূরে দাঁড়িয়ে মুচকি হাসছেন লিটন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়েছে। 

গত পরশু কাতারের লুসাইল স্টেডিয়ামের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর তৃতীয় শিরোপা জিতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে দেশটির রাজধানী বুয়েনেস এইরেসে। মেসিরাও আজ শিরোপা নিয়ে বীরের বেশে পৌঁছেছেন দেশে। 

এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরপরই উদ্‌যাপনে মাততে দেখা যায় সাকিবকে। সে সময় সিরিজের প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে ছিলেন তিনি। মেসিদের শিরোপা জয়ের পরপরই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। তাঁকে গাড়ির ভেতর আর্জেন্টাইন ফরোয়ার্ডের জার্সি গায়ে দেখে ভক্ত-সমর্থকেরা ‘মেসি, মেসি’ নামে হর্ষধ্বনিতে ফেটে পড়েন। আর মুখে ঢেকে সরে পড়েন সাকিব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত