Ajker Patrika

‘কোহলিদের উৎসবে হতাহতের ঘটনায় ভারতীয় বোর্ডের দোষটা কী’

ক্রীড়া ডেস্ক    
বেঙ্গালুরুর শিরোপা জয়ের পর উৎসবে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
বেঙ্গালুরুর শিরোপা জয়ের পর উৎসবে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

বেঙ্গালুরুতে এখন শোকের ছায়া। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল শিরোপা জয়ের আনন্দে যেখানে উৎসব হওয়ার কথা, সেখানে ঘটেছে হতাহতের ঘটনা। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ঘাড়ে অবশ্য দোষ চাপাতে নারাজ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।

প্রথম আইপিএল শিরোপা জয়ের পর আরসিবি দলীয় উদযাপন করেছে পরশু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে যে বেঙ্গালুরুর ভক্ত-সমর্থকেরা ‘তীর্থের কাকের’ মতো ১৮ বছর অপেক্ষা করেছেন, তাঁদের জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা ছিল ফ্র্যাঞ্চাইজিটির। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আরসিবিকে রোববার অনুষ্ঠান আয়োজন করতে পুলিশের থেকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে না বিধায় পুলিশের এই অনুরোধে সাড়া দেয়নি। উদযাপনটা করা হয়েছে গতকালই। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসব অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন মারা গেছেন।

পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন আইপিএল চেয়ারম্যান ধুমাল। একই সঙ্গে তাঁর দাবি, এখানে বিসিসিআইকে দোষ দেওয়ার কোনো অর্থ নেই। ইন্ডিয়া টুডেকে গতকাল আইপিএল চেয়ারম্যান বলেন, ‘এটা খুবই দুঃখজনক। উদযাপন বাজে ঘটনায় রূপ নিল। যাঁরা তাঁদের প্রিয়জন হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। বিসিসিআই আগের রাতে আইপিএল আয়োজন করেছে। এমন ঘটনা ঘটবে, সে ব্যাপারে কোনো ধারণা ছিল না। এখানে বোর্ডকে দোষী সাব্যস্ত করা হচ্ছে কীসের ভিত্তিতে?’

বেঙ্গালুরুর বিধান সৌধ থেকে ‘ভিক্টরি প্যারেড’ করেই ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছেছেন বিরাট কোহলি, রজত পাতিদার, ক্রুনাল পান্ডিয়ারা। শিরোপাজয়ী দলের আগমন নিয়ে বেঙ্গালুরুর সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা যে থাকবে, তা জানাই ছিল। তবে উন্মাদনা লাগাম ছাড়িয়ে গেছে বলেই ঘটেছে হতাহতের ঘটনা। ১১ জনের মৃত্যুর পাশাপাশি ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের।

ধুমাল বারবার দাবি করছেন, এখানে আইপিএল কর্তৃপক্ষ বা বিসিসিআইয়ের কোনো দোষ নেই। আইপিএল চেয়ারম্যান বলেন, ‘যে ঘটনায় আমাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না, সেখানে দোষী করার কোনো মানে নেই। আমি নিশ্চিত না যে পদদলিত হওয়ার ঘটনা স্টেডিয়ামের বাইরে ঘটেছে কিনা। স্পষ্ট কোনো ধারণাই নেই এই ব্যাপারে। খেলোয়াড়দের প্রবেশ, জনগণ সামলানো—এগুলো সামলাতে কি কোনো আইপিএলের কর্মকর্তাকে কখনো দেখেছেন?’

বেঙ্গালুরুতে হতাহতের ঘটনায় সামাজিক মাধ্যমে গত রাতে আরসিবি দুঃখ প্রকাশ করেছে। আরসিবির শোকবার্তার স্ক্রিনশট নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন। ভারতীয় তারকা ব্যাটার পরশু রাতে লিখেছেন, ‘ভাষা হারিয়ে ফেলেছি। সত্যিই অনেক খারাপ লাগছে।’ এমন দুঃখজনক ঘটনার পর শচীন টেন্ডুলকার, হার্শা ভোগলেরাও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু রাতে যে জিতত, সে-ই হতো প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে বেঙ্গালুরু। চতুর্থবার ফাইনালে উঠে বেঙ্গালুরু কাটাল শিরোপাখরা। ম্যাচ শেষে আহমেদাবাদের স্টেডিয়াম হয়ে ওঠে কোহলিময়। সবার মুখে মুখেই তখন কোহলির নাম। অন্যদিকে পাঞ্জাব ২০১৪ সালের পর ফাইনালে উঠেও রানার্সআপ হয়েই থাকতে হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত