Ajker Patrika

পাকিস্তান সিরিজে মুশতাক আহমেদকে পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান সিরিজে মুশতাক আহমেদকে পাচ্ছে বাংলাদেশ

পাকিস্তান সফরে মুশতাক আহমেদকে বাংলাদেশ দল পাবে কি না, বেশ কিছু দিন ধরেই এ ব্যাপারে আলোচনা হচ্ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) খুব করে চেয়েছিল পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনারকে দুই টেস্টের সিরিজে পেতে। তারা অবশ্য সফলই হয়েছে। বিসিবি নিশ্চিত করেছে, পাকিস্তান সফরে স্পিন বোলিং কোচ মুশতাক থাকছেন দলের সঙ্গে।

নিজ দেশের মাঠে মুশতাকের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান সমৃদ্ধ করতে হলে অ্যাওয়ে সিরিজে ভালো ফল করাও জরুরি। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস মিরপুরে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মুশতাক পাকিস্তান সিরিজের জন্য অ্যাভেইলেবল। তাকে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাব। যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য সামনে যে আরও সিরিজ সেগুলোতে থাকতে পারছে না।’

শুরুতে কয়েক মাসের চুক্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নেন মুশতাক। বিশ্বকাপে তার সুফলও পেয়েছে তারা। রিশাদ হোসেনের বোলিংয়ে উন্নতির গ্রাফটা ছিল চোখে পড়ার মতো। ৭ ম্যাচে বাংলাদেশের হয়ে নিয়েছিলেন সর্বোচ্চ ১৪ উইকেট। জাতীয় দলের বাইরেও মুশতাক লেগ স্পিনার হান্টে ক্রিকেটারদের সময় দিয়েছেন।

মুশতাকের নিবেদনে সন্তুষ্ট হয়ে বিসিবিও চায় লম্বা সময়ের চুক্তি করতে। জালাল বললেন, ‘ডিসেম্বর পর্যন্ত সে (মুশতাক) ব্যস্ত। জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব লম্বা সময়ের চুক্তি করা যায় কি না, বলছি না যাবে। এখন পর্যন্ত ওর থেকে ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি। দেখা যাক, তাঁর সঙ্গে আলাপ আলোচনার পর বোঝা যাবে।’

প্রধান কোচ চন্ডিকা হাথুসিংহের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের শুরুর দিকে। লঙ্কান কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে কি না, এই সিদ্ধান্ত অবশ্য বিসিবি এখনো নেয়নি বলে জানিয়েছেন জালাল। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বললেন, ‘কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। কোচ ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা বোর্ড থেকে আলোচনা করেই হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘মামলা করি কী হইবে, পুলিশ থাকিয়াও হামার জীবনে নিরাপত্তা নাই’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত