নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
ডিসেম্বরে ভারত সিরিজ শেষের কদিন পরই শুরু বিপিএলের ৯ম পর্ব। টুর্নামেন্টের আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রথম দিকের অনুশীলনে ছিলেন না লিটন দাস। ভারত সিরিজের পর দেশের বাইরে স্ত্রীকে নিয়ে ঘোরাঘুরি শেষে টুর্নামেন্ট শুরুর এক দিন আগে দলের সঙ্গে যোগ দেন লিটন।
শুধু ভারত সিরিজই নয়, মোটামুটি প্রতিটা সিরিজ কিংবা টুর্নামেন্টের পর লিটনের ক্ষেত্রে এ ব্যাপারটা এখন নিয়মিতই। এই বিশ্রামই যে তাঁর ক্ষুধা বাড়িয়ে দেয়, সেটিই আজ কুমিল্লার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন লিটন। এই মুহূর্তে তিনি বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার। বিপিএলের কুমিল্লার হয়ে প্রথম চার ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি। আজ নিজেদের ৫ম ম্যাচে খেলেন ৪২ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস। টানা তিন হারের পর দলও পেয়েছে টানা দ্বিতীয় জয়।
একটা সময় ইনিংস বড় করতে না পারায় সমালোচনা সইতে হয়েছে। সেই লিটনকে এখন ধারাবাহিকতার প্রতীক বলা যায়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে নিয়মিত ভালো করার রহস্যে বললেন লিটন, 'ধরুন, একটা যদি সিরিজ যায়, যেকোনো ফরম্যাট। যেমন বিপিএল খেলবেন, এত ম্যাচ খেললে মানসিকতার দিক দিয়ে বলেন বা যেকোনো দিক থেকে...ব্রেনে এর প্রভাব পড়ে। আমি সবসময় যেকোনো সিরিজের পর এক থেকে দেড় সপ্তাহের একটা বিরতিতে যাই। বলতে পারেন, ফ্যামিলি টাইম বা যেকোনো কিছু...ক্রিকেটের বাইরে রাখার চেষ্টা করি। এরপর যখন ফিরে আসি, ওই ক্ষুধাটা বেড়ে যায়।'
ভালো খেলার অনুপ্রেরণা নিয়ে লিটন বললেন, 'আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, যখনই মাঠে নামি, চিন্তা থাকে- আজ যদি নামি, একটা ইনিংস খারাপ করি, তাহলে একটা ইনিংস চলে গেল। সবাই তো দেখে পরিসংখ্যান..., ওটা যখন খারাপ থাকে, নিজের কাছেও দেখতে খারাপ লাগে। ওটাও সবসময় অনুপ্রাণিত করে যে ভালো খেলতে হবে।'
ডিসেম্বরে ভারত সিরিজ শেষের কদিন পরই শুরু বিপিএলের ৯ম পর্ব। টুর্নামেন্টের আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রথম দিকের অনুশীলনে ছিলেন না লিটন দাস। ভারত সিরিজের পর দেশের বাইরে স্ত্রীকে নিয়ে ঘোরাঘুরি শেষে টুর্নামেন্ট শুরুর এক দিন আগে দলের সঙ্গে যোগ দেন লিটন।
শুধু ভারত সিরিজই নয়, মোটামুটি প্রতিটা সিরিজ কিংবা টুর্নামেন্টের পর লিটনের ক্ষেত্রে এ ব্যাপারটা এখন নিয়মিতই। এই বিশ্রামই যে তাঁর ক্ষুধা বাড়িয়ে দেয়, সেটিই আজ কুমিল্লার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন লিটন। এই মুহূর্তে তিনি বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার। বিপিএলের কুমিল্লার হয়ে প্রথম চার ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি। আজ নিজেদের ৫ম ম্যাচে খেলেন ৪২ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস। টানা তিন হারের পর দলও পেয়েছে টানা দ্বিতীয় জয়।
একটা সময় ইনিংস বড় করতে না পারায় সমালোচনা সইতে হয়েছে। সেই লিটনকে এখন ধারাবাহিকতার প্রতীক বলা যায়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে নিয়মিত ভালো করার রহস্যে বললেন লিটন, 'ধরুন, একটা যদি সিরিজ যায়, যেকোনো ফরম্যাট। যেমন বিপিএল খেলবেন, এত ম্যাচ খেললে মানসিকতার দিক দিয়ে বলেন বা যেকোনো দিক থেকে...ব্রেনে এর প্রভাব পড়ে। আমি সবসময় যেকোনো সিরিজের পর এক থেকে দেড় সপ্তাহের একটা বিরতিতে যাই। বলতে পারেন, ফ্যামিলি টাইম বা যেকোনো কিছু...ক্রিকেটের বাইরে রাখার চেষ্টা করি। এরপর যখন ফিরে আসি, ওই ক্ষুধাটা বেড়ে যায়।'
ভালো খেলার অনুপ্রেরণা নিয়ে লিটন বললেন, 'আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, যখনই মাঠে নামি, চিন্তা থাকে- আজ যদি নামি, একটা ইনিংস খারাপ করি, তাহলে একটা ইনিংস চলে গেল। সবাই তো দেখে পরিসংখ্যান..., ওটা যখন খারাপ থাকে, নিজের কাছেও দেখতে খারাপ লাগে। ওটাও সবসময় অনুপ্রাণিত করে যে ভালো খেলতে হবে।'
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৮ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৯ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১১ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
১২ ঘণ্টা আগে