Ajker Patrika

বিশ্রাম যেভাবে লিটনের ক্ষুধা বাড়িয়ে দেয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
বিশ্রাম যেভাবে লিটনের ক্ষুধা বাড়িয়ে দেয়

ডিসেম্বরে ভারত সিরিজ শেষের কদিন পরই শুরু বিপিএলের ৯ম পর্ব। টুর্নামেন্টের আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রথম দিকের অনুশীলনে ছিলেন না লিটন দাস। ভারত সিরিজের পর দেশের বাইরে স্ত্রীকে নিয়ে ঘোরাঘুরি শেষে টুর্নামেন্ট শুরুর এক দিন আগে দলের সঙ্গে যোগ দেন লিটন।

শুধু ভারত সিরিজই নয়, মোটামুটি প্রতিটা সিরিজ কিংবা টুর্নামেন্টের পর লিটনের ক্ষেত্রে এ ব্যাপারটা এখন নিয়মিতই। এই বিশ্রামই যে তাঁর ক্ষুধা বাড়িয়ে দেয়, সেটিই আজ কুমিল্লার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন লিটন। এই মুহূর্তে তিনি বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার। বিপিএলের কুমিল্লার হয়ে প্রথম চার ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি। আজ নিজেদের ৫ম ম্যাচে খেলেন ৪২ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস। টানা তিন হারের পর দলও পেয়েছে টানা দ্বিতীয় জয়।

একটা সময় ইনিংস বড় করতে না পারায় সমালোচনা সইতে হয়েছে। সেই লিটনকে এখন ধারাবাহিকতার প্রতীক বলা যায়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে নিয়মিত ভালো করার রহস্যে বললেন লিটন, 'ধরুন, একটা যদি সিরিজ যায়, যেকোনো ফরম্যাট। যেমন বিপিএল খেলবেন, এত ম্যাচ খেললে মানসিকতার দিক দিয়ে বলেন বা যেকোনো দিক থেকে...ব্রেনে এর প্রভাব পড়ে। আমি সবসময় যেকোনো সিরিজের পর এক থেকে দেড় সপ্তাহের একটা বিরতিতে যাই। বলতে পারেন, ফ্যামিলি টাইম বা যেকোনো কিছু...ক্রিকেটের বাইরে রাখার চেষ্টা করি। এরপর যখন ফিরে আসি, ওই ক্ষুধাটা বেড়ে যায়।'

ভালো খেলার অনুপ্রেরণা নিয়ে লিটন বললেন, 'আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, যখনই মাঠে নামি, চিন্তা থাকে- আজ যদি নামি, একটা ইনিংস খারাপ করি, তাহলে একটা ইনিংস চলে গেল। সবাই তো দেখে পরিসংখ্যান..., ওটা যখন খারাপ থাকে, নিজের কাছেও দেখতে খারাপ লাগে। ওটাও সবসময় অনুপ্রাণিত করে যে ভালো খেলতে হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত