Ajker Patrika

বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে বাবর-রিজওয়ানের নতুন ইতিহাস 

বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে বাবর-রিজওয়ানের নতুন ইতিহাস 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। বিশ্বমঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস বদলে দিয়ে ম্যাচে রেকর্ডের পাতায় উলটপালট করে দিয়েছে বাবর আজমের দল। টি-টোয়েন্টিতে এই প্রথম ১০ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। বিপরীতে প্রথমবার ১০ উইকেটের হারের স্বাদ পেল ভারত। 
 
১০ উইকেটের এই জয়ে বড় অবদান রেখেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। রেকর্ড ব্যবধানে জয়ের ম্যাচে রেকর্ড বইয়ে নাম তুলেছেন তাঁরাও। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের জুটির পাশে লেখা থাকবে বাবর রিজওয়ানের নাম। ভারতের বিপক্ষে এই দুজনের ১৫২ রানের জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। 

এর আগে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড উদ্বোধনী জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়েছিল ক্রিস গেইল আর ডেভন স্মিথ। আজকে ম্যাচের আগ পর্যন্ত গেইল-স্মিথের ১৪৫ রানের উদ্বোধনী জুটি ছিল বিশ্বকাপে সর্বোচ্চ। ৮ উইকেটে জেতা ম্যাচে ১৪৫ রানে আউট হয়েছিলেন স্মিথ। আজ অবশ্য ১৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েই দলকে জিতিয়েছেন বাবররা। 

 ১৪ বছর আগের সেই রেকর্ড ভেঙে ভারতের বিপক্ষে নতুন ইতিহাস লিখলেন বাবর-রিজওয়ান। বিশ্বকাপের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটির এই তালিকার তিনেও পাকিস্তান। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৪২ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন কামরান আকমল আর সালমান বাট। পাকিস্তান ম্যাচটি জিতেছিল ৭ উইকেটে। আজকের আগ পর্যন্ত সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটির প্রথম দুটির একটিও অবিচ্ছিন্ন ছিল না। বাবর রিজওয়ানের আজকের এই মাইলফলক সেদিক দিয়ে অনন্য। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত