পাঁচ ম্যাচ পর ডাম্বুলা সিক্সার্সের একাদশে জায়গা পেয়েছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু ফেরাটা রাঙানো হলো না। ৩ বল খেলেও খুলতে পারেননি রানের খাতা। এই মিডল-অর্ডার ব্যাটার ফিরেছেন রানআউট হয়ে। তাওহীদের ব্যর্থতার দিনে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে সবার আগে বিদায় নিল তাঁর দল ডাম্বুলা সিক্সার্স।
কলম্বোয় গতকাল কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ২৮ রানে জিতলেও বিদায়ের খড়্গ নেমে আসে ডাম্বুলার ঘাড়ে। তাওহীদরা বিদায় নিল নেট রানরেটে পিছিয়ে থাকায়। এলপিএলের পাঁচ দলের মধ্যে সবার শেষে তারা। নেট রানরেট-০.২২৬৯। সমান ৮ ম্যাচ খেলে ডাম্বুলার সমান তিন ম্যাচ জিতলেও শেষ চারের টিকিট পেয়েছে শরীফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনস। তাদের নেট রানরেট ০.০৩৩। ৮ ম্যাচে ৪ জয়ে ০.৫৮৩ নেট রানরেট নিয়ে তিনে আছে তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্স।
কলম্বোর বিপক্ষে ম্যাচেও একাদশে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানের। বাংলাদেশি পেসার ডাম্বুলার হয়ে শেষ ম্যাচ খেলেছেন গত ৭ জুলাই। ডাম্বুলায় সেই ম্যাচে কলম্বোর বিপক্ষে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ফিজ। কলম্বোর হয়ে এই ম্যাচে খেলেননি তাসকিনও।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মোহাম্মদ নবীর ৩৩ রানের সুবাদে সব উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৩ রানের সংগ্রহ পায় ডাম্বুলা। লক্ষ্য তাড়ায় কলম্বো থামে ১৮.১ ওভারে ৯৫ রানে। এই জয়েও বিদায় নিশ্চিত হয়ে যায় ডাম্বুলার।
পাঁচ ম্যাচ পর ডাম্বুলা সিক্সার্সের একাদশে জায়গা পেয়েছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু ফেরাটা রাঙানো হলো না। ৩ বল খেলেও খুলতে পারেননি রানের খাতা। এই মিডল-অর্ডার ব্যাটার ফিরেছেন রানআউট হয়ে। তাওহীদের ব্যর্থতার দিনে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে সবার আগে বিদায় নিল তাঁর দল ডাম্বুলা সিক্সার্স।
কলম্বোয় গতকাল কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ২৮ রানে জিতলেও বিদায়ের খড়্গ নেমে আসে ডাম্বুলার ঘাড়ে। তাওহীদরা বিদায় নিল নেট রানরেটে পিছিয়ে থাকায়। এলপিএলের পাঁচ দলের মধ্যে সবার শেষে তারা। নেট রানরেট-০.২২৬৯। সমান ৮ ম্যাচ খেলে ডাম্বুলার সমান তিন ম্যাচ জিতলেও শেষ চারের টিকিট পেয়েছে শরীফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনস। তাদের নেট রানরেট ০.০৩৩। ৮ ম্যাচে ৪ জয়ে ০.৫৮৩ নেট রানরেট নিয়ে তিনে আছে তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্স।
কলম্বোর বিপক্ষে ম্যাচেও একাদশে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানের। বাংলাদেশি পেসার ডাম্বুলার হয়ে শেষ ম্যাচ খেলেছেন গত ৭ জুলাই। ডাম্বুলায় সেই ম্যাচে কলম্বোর বিপক্ষে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ফিজ। কলম্বোর হয়ে এই ম্যাচে খেলেননি তাসকিনও।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মোহাম্মদ নবীর ৩৩ রানের সুবাদে সব উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৩ রানের সংগ্রহ পায় ডাম্বুলা। লক্ষ্য তাড়ায় কলম্বো থামে ১৮.১ ওভারে ৯৫ রানে। এই জয়েও বিদায় নিশ্চিত হয়ে যায় ডাম্বুলার।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে