আনুষ্ঠানিকভাবে ক্রিকেট ফিরছে অলিম্পিক গেমসে। লস অ্যাঞ্জেলসে ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আজ মুম্বাইয়ে আইওসির বৈঠকে প্রত্যাশিত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত সপ্তাহে জানা যায়, অলিম্পিক গেমসে ক্রিকেট ফেরানোর বিষয়টি। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক অনুমোদনের। সেটিই এলো আজ। ২০২৮ অলিম্পিকে দেখা যাবে নারী ও পুরুষ দলের টি-টোয়েন্টি ক্রিকেট। প্রাথমিকভাবে প্রত্যেক ক্যাটাগরিতে ৬ দল অংশ নেবে।
ক্রিকেট ছাড়াও এই বৈশ্বিক ক্রীড়াযজ্ঞে অন্তর্ভুক্ত হলো বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশসহ মোট আরও পাঁচ খেলা। অবশ্য অলিম্পিক গেমসে এসব দেখা যাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সংস্করণে।
অলিম্পিকে ক্রিকেটে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আইওসির সদস্য নিতা আম্বানি। যুগান্তকারী এই সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসের ক্রীড়া প্রোগ্রামে ক্রিকেটের অন্তর্ভুক্তি একটি স্বাগত সংযোজন, যা বিশ্বের নতুন ভৌগোলিক অঞ্চল জুড়ে অলিম্পিক আন্দোলনের জন্য প্রচুর নতুন আগ্রহ এবং সুযোগের সম্ভাবনা।’
১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিক গেমসে। প্রথমবার ব্যাট-বলের এই লড়াই অলিম্পিকে দেখা গিয়েছিল ১৯০০ প্যারিস সংস্করণে। সেবার অংশ নিয়েছিল দুই দল। আর বেসবল ও সফ্টবল ক্রীড়া প্রোগ্রামের অংশ হিসেবে অলিম্পিক গেমসে অনেকবার দেখা গেছে। সবশেষ ২০২০ টোকিও অলিম্পিকেও এই খেলা ছিল।
ল্যাক্রোস খেলাটিও অলিম্পিকে ফিরছে শত বছরের বেশি সময় পরে। ১৯০৪ সেন্ট লুইস ও ১৯০৮ লন্ডন অলিম্পিকে দেখা গিয়েছিল ১২ শতকে উত্তর আমেরিকায় জন্ম খেলাটির। ফ্ল্যাগ ফুটবল ও স্কোয়াশের অলিম্পিক অভিষেক হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে।
আনুষ্ঠানিকভাবে ক্রিকেট ফিরছে অলিম্পিক গেমসে। লস অ্যাঞ্জেলসে ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আজ মুম্বাইয়ে আইওসির বৈঠকে প্রত্যাশিত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত সপ্তাহে জানা যায়, অলিম্পিক গেমসে ক্রিকেট ফেরানোর বিষয়টি। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক অনুমোদনের। সেটিই এলো আজ। ২০২৮ অলিম্পিকে দেখা যাবে নারী ও পুরুষ দলের টি-টোয়েন্টি ক্রিকেট। প্রাথমিকভাবে প্রত্যেক ক্যাটাগরিতে ৬ দল অংশ নেবে।
ক্রিকেট ছাড়াও এই বৈশ্বিক ক্রীড়াযজ্ঞে অন্তর্ভুক্ত হলো বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশসহ মোট আরও পাঁচ খেলা। অবশ্য অলিম্পিক গেমসে এসব দেখা যাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সংস্করণে।
অলিম্পিকে ক্রিকেটে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আইওসির সদস্য নিতা আম্বানি। যুগান্তকারী এই সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসের ক্রীড়া প্রোগ্রামে ক্রিকেটের অন্তর্ভুক্তি একটি স্বাগত সংযোজন, যা বিশ্বের নতুন ভৌগোলিক অঞ্চল জুড়ে অলিম্পিক আন্দোলনের জন্য প্রচুর নতুন আগ্রহ এবং সুযোগের সম্ভাবনা।’
১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিক গেমসে। প্রথমবার ব্যাট-বলের এই লড়াই অলিম্পিকে দেখা গিয়েছিল ১৯০০ প্যারিস সংস্করণে। সেবার অংশ নিয়েছিল দুই দল। আর বেসবল ও সফ্টবল ক্রীড়া প্রোগ্রামের অংশ হিসেবে অলিম্পিক গেমসে অনেকবার দেখা গেছে। সবশেষ ২০২০ টোকিও অলিম্পিকেও এই খেলা ছিল।
ল্যাক্রোস খেলাটিও অলিম্পিকে ফিরছে শত বছরের বেশি সময় পরে। ১৯০৪ সেন্ট লুইস ও ১৯০৮ লন্ডন অলিম্পিকে দেখা গিয়েছিল ১২ শতকে উত্তর আমেরিকায় জন্ম খেলাটির। ফ্ল্যাগ ফুটবল ও স্কোয়াশের অলিম্পিক অভিষেক হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে।
মার্কাস রাশফোর্ডের বার্সেলোনায় যাওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছিল গত কদিন ধরেই। অবশেষে সেটা হয়েই গেল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় গেলেন রাশফোর্ড। বার্সার হয়ে নতুন মৌসুমে খেলার আগেই ক্লাবটিকে আপন করে নিয়েছেন ইংলিশ তারকা ফরোয়ার্ড।
২৭ মিনিট আগেনারী দলের কোচ হিসেবে পিটার বাটলারের শুরুর পথ মসৃণ ছিল না। চায়নিজ তাইপের বিপক্ষে হার দিয়ে শুরু। এরপর সাফের শিরোপা ধরে রাখলেও খুব একটা কৃতিত্ব পাননি। আনন্দের সময়েও সিনিয়র ফুটবলারদের অভিযোগের তিরে বিদ্ধ হতে হয় তাঁকে। এমনকি বিদ্রোহের ডাকও দেন ১৮ ফুটবলার।
১ ঘণ্টা আগেক্রিস ওকসের আবেদনে আম্পায়ার প্রথমে সাড়া দেননি। সতীর্থদের সঙ্গে আলাপ-আলোচনার পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস রিভিউর সিদ্ধান্ত নিলেন। রিভিউতে দেখা যায়, বল পায়ে আঘাত করার আগে সেটা ঋষভ পন্তের ব্যাট ছুঁয়ে এসেছে। সেই যাত্রায় বেঁচে যান পন্ত।
১ ঘণ্টা আগেঢাকায় এখন এশিয়ান ক্রিকেট বোর্ডগুলোর শীর্ষ কর্তাদের মিলনমেলা। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ভারত-শ্রীলঙ্কার প্রতিনিধিরা সশরীরে অংশ না নিলেও যুক্ত থাকবে অনলাইনে। আর যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের তালিকাটাও যথেষ্ট ওজনদারই বলতে হয়। এসিসির এই সভা সামনে রেখে ‘এক ঢিলে’
২ ঘণ্টা আগে