Ajker Patrika

‘পাকিস্তানকে তো বিশ্বকাপে ৪০০ করতে হবে’ 

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৬: ০২
‘পাকিস্তানকে তো বিশ্বকাপে ৪০০ করতে হবে’ 

আইসিসি ইভেন্টগুলোতে যে স্পোর্টিং উইকেট হয়, তা তো সবারই জানা। ব্যাটাররা যেমন রানের বন্যা বইয়ে দেন, পাশাপাশি বোলাররাও পিচ থেকে সুবিধা আদায় করে নেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে কিউরেটরদের স্পোর্টিং উইকেট বানানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বিশ্বকাপে পাকিস্তানকে বেশি স্কোর করার তাগিদ দিলেন রমিজ রাজা। 

এবারের ওয়ানডে বিশ্বকাপ হচ্ছে ভারতে। বিশ্বকাপে ভারতের মাঠের উইকেট কেমন হতে পারে, তাঁর ধারণা পাওয়া গেছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও ওয়ার্ম আপ ম্যাচে। ভারত দ্বিতীয় ওয়ানডেতে করেছে ৩৯৯ রান আর তৃতীয় ওয়ানডেতে ৩৫২ রান করেছে অস্ট্রেলিয়া। দুটি ম্যাচেই প্রথমে ব্যাট করেছে এবং দুবারই তারা জিতেছে। এমনকি দ্বিতীয় ইনিংসেও দুই ম্যাচে দারুণ স্কোর হয়েছে। এরপর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও দেখা গেছে রানের বন্যা। গুয়াহাটিতে শ্রীলঙ্কার দেওয়া ২৬৪ রানের লক্ষ্য বাংলাদেশ ৪২ ওভারেই জিতে গেছে। আর হায়দ্রাবাদে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে তো হয়েছে রানের বন্যা। প্রথমে ব্যাটিং করে পাকিস্তান করেছে ৬ উইকেটে ৩৪৫ রান আর নিউজিল্যান্ড সেই রান তাড়া করে জিতেছে ৪৩.৪ ওভারে। নিউজিল্যান্ডের চার ব্যাটার ফিফটি করেছেন। 
 
মূলত পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ প্রসঙ্গেই কথা বলেছেন রমিজ। পাকিস্তানের ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যেখানে তারা প্রথম ১০ ওভারে ১ উইকেটে করেছিল ৩৩ রান। এটাই পাকিস্তানের বড় রান করার পথে বাধা মনে করছেন রমিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি বলেছেন, ‘আমি জানি এটা একটা প্রস্তুতিমূলক ম্যাচ। তবে জয় তো জয়ই। জয় একটা অভ্যাস হয়ে দাঁড়ায়। তবে আমার মনে হচ্ছে পাকিস্তানের হারার অভ্যাস তৈরি হয়েছে। প্রথমে তারা হারল এশিয়া কাপে, এবার এখানে। পাকিস্তান ৩৪৫ করেছে এবং রান তাড়া (নিউজিল্যান্ড) ভালোমতো হয়েছে। ভারতে পিচের অবস্থা এমন হলে পাকিস্তানকে ৪০০ করতেই হবে, যদি বোলিংয়ের এই অবস্থা হয়। কৌশল বদলাতে হবে। ঝুঁকি নিতে হবে। আমরা সেটা করছি না। প্রথম ১০-১৫ ওভার আমরা রক্ষণাত্মক খেলেছি। এরপর রান তুলেছি।’ 

পাকিস্তান অবশ্য গত দুই বছরেই দেখিয়ে দিয়েছে ওয়ানডেতে তারা কতটা ভয়ংকর দল। এ বছর দুবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল তারা। আর নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৪৯ রান তাড়া করে জয়ের রেকর্ড গত বছর করেছে পাকিস্তান। লাহোরে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৭ রান তাড়া করে জয়ের রেকর্ডও পাকিস্তান করেছে এ বছর। নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান এই রেকর্ড করেছে। তা ছাড়া ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন বাবর আজম। আর ৫ ও ১০ নম্বরে আছেন ইমাম-উল-হক ও ফখর জামান। পাকিস্তানের এই তিন ব্যাটারই আছেন দারুণ ছন্দে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত