Ajker Patrika

ভারত ম্যাচে ক্যাচ মিসের মহড়া পাকিস্তানের 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রতিটা বলের পরই গ্যালারি থেকে শোনা যাচ্ছে উল্লাস ধ্বনি। কখনো সেটা পাকিস্তানের পক্ষে, কখনোবা সেটা ভারতের পক্ষে। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ক্যাচ মিসের মহড়া দেখাচ্ছে পাকিস্তান। 

নিউইয়র্কে দফায় দফায় ভারত-পাকিস্তান ম্যাচে বাগড়া দিচ্ছে বৃষ্টি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে টসই হয়েছে সাড়ে ৮টায়। টস জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। টসের পর এক দফা বৃষ্টি নামলে ৯টা ২০ মিনিটে শুরু হয় খেলা। ভারতের ইনিংসের এক ওভার শুরুর পর আবারও নামে বৃষ্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ৩ উইকেটে ৬৮ রান করেছে ভারত। ঋষভ পন্ত ২১ রানে অপরাজিত। সূর্যকুমার যাদব ব্যাটিং করছেন ৫ রানে। 

ইনিংসের তৃতীয় বলে শাহিন শাহ আফ্রিদিকে ছক্কা মারেন রোহিত শর্মা। প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮ রানে শেষ করে ভারত। বৃষ্টিতে ৩৬ মিনিট বন্ধ থাকার পর বাংলাদেশ সময় রাত ১০টায় আবার শুরু হয় খেলা। দ্বিতীয় ওভারের প্রথম বলে নাসিম শাহকে কাভার ড্রাইভে রানের খাতা খোলেন বিরাট কোহলি। তৃতীয় বলে নাসিমকে কাট করতে যান কোহলি। কাভার পয়েন্টে সহজ ক্যাচ ধরেন উসমান খান। ৩ বলে ৪ রানে আউট হয়েছেন কোহলি।

কোহলির বিদায়ের পর দ্রুত আউট হয়ে যান রোহিতও। তৃতীয় ওভারের চতুর্থ বলে শাহিনকে ফ্লিক করতে যান রোহিত। ডিপ স্কয়ার লেগ থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন হারিস রউফ। ১২ বলে ১ চার ও ১ ছক্কায় ১৩ রানে আউট হয়েছেন রোহিত। 

দুই ওপেনারকে হারানোর পর ভারতের স্কোর হয়ে যায় ২.৪ ওভার ২ উইকেটে ১৯ রান। ভারতীয় অধিনায়ক ফেরার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন অক্ষর প্যাটেল। পন্তের সঙ্গে জুটি বাঁধেন প্যাটেল। আমির যখন ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন সেই ওভারে দেখা গেছে ক্যাচ মিসের মহড়া। ওভারের প্রথম বলে পন্ত ফ্লিক করতে যান। আউটসাইড এজ হওয়া বল স্লিপে থাকা ইফতিখার আহমেদের মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। একটু চেষ্টা করলে ইফতিখার হয়তো ক্যাচটা ধরতে পারতেন। পরের বলে আবারও ক্যাচের সুযোগ সৃষ্টি হয়। কাভার পয়েন্ট থেকে উল্টো দিকে দৌড়ে ক্যাচ ধরার চেষ্টা করেও ধরতে পারেননি উসমান। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) শেষে ভারত শেষ করে ২ উইকেটে ৫০ রানে।

প্যাটেল-পন্তের জুটি ভাঙে দলীয় ৫৮ রানে। অষ্টম ওভারের চতুর্থ বলে নাসিমকে পুল করতে গেলে বোল্ড হয়েছেন প্যাটেল। ১৮ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান করেছেন প্যাটেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত