নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই মাসের শেষ সপ্তাহে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। তবে দেশের করোনা পরিস্থিত সিরিজটাকে সংশয়ে ফেলে দিয়েছে। যদিও এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে অস্ট্রেলিয়া মহামারিতে সিরিজ খেলতে যথেষ্ট আগ্রহী এবং সেটি করতে বিপুল অর্থ ব্যয়ও করছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে কাল জানিয়েছেন, অস্ট্রেলিয়া এখনো বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক। আবার একই সময়ে শর্তও বাড়িয়েছে তারা। সবকিছু সমন্বয় হওয়ার আগে কিছু বলার সুযোগ নেই। যেহেতু সময়টা কঠিন, ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) যেকোনো দেশে সফরের আগে তাদের সঙ্গে যুক্ত স্টেক হোল্ডারের (সরকার) নির্দেশনা মানতে হবে।
বিসিবির চিন্তাটা এখানেই। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকার যদি সবুজ সংকেত না দেয়, সিরিজটা ভেস্তেও যেতে পারে। তবে সূত্র জানিয়েছে, টি–টোয়েন্টি সিরিজ খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেশ ইতিবাচক। নিয়মিত বিসিবির সঙ্গে তারা যোগাযোগ করে যাচ্ছে। সিরিজটা হোক, এটি চাইছে বলেই সিএ আলোচনা চালিয়ে যাচ্ছে।
আরও একটি বিষয় বিসিবিকে আশাবাদী করে তুলছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল বিপুল খরচে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ সফর করছে ভাড়া করা বিমানে (ড্রিমলাইনার)। অস্ট্রেলিয়া সিডনি থেকে প্রথমে গেছে ক্যারিবীয় দ্বীপে। সেখান থেকে তারা আসবে ঢাকায়। প্রতিটি বিমানভ্রমণে অস্ট্রেলিয়ার খরচ হচ্ছে প্রায় ১ মিলিয়ন ডলার। মার্কিন ডলারের হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা। অস্ট্রেলিয়ান ডলার হিসেবে সেটি প্রায় সাড়ে ৬ কোটি ৩১ লাখ টাকা। এভাবে সিডনি–ক্যারিবীয় দ্বীপ–ঢাকা–সিডনি ভ্রমণে অস্ট্রেলিয়ার বিমান খরচ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
বিমান ভাড়ায় বিপুল অর্থ তারা খরচ করছে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে। বাংলাদেশ দল সেখানে জিম্বাবুয়ে থেকে ফিরবে বাণিজ্যিক ফ্লাইটে তিন বিমানবন্দর বদলে। সিএ অবশ্য বাংলাদেশ দলের কমার্শিয়াল ফ্লাইট ব্যবহারে ছাড় দিলেও কোয়ারেন্টিন ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয়।
টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজটা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ফিঞ্চদের সফর এখন অনেক যদি–কিন্তুর ওপর নির্ভর করছে।
এই মাসের শেষ সপ্তাহে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। তবে দেশের করোনা পরিস্থিত সিরিজটাকে সংশয়ে ফেলে দিয়েছে। যদিও এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে অস্ট্রেলিয়া মহামারিতে সিরিজ খেলতে যথেষ্ট আগ্রহী এবং সেটি করতে বিপুল অর্থ ব্যয়ও করছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে কাল জানিয়েছেন, অস্ট্রেলিয়া এখনো বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক। আবার একই সময়ে শর্তও বাড়িয়েছে তারা। সবকিছু সমন্বয় হওয়ার আগে কিছু বলার সুযোগ নেই। যেহেতু সময়টা কঠিন, ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) যেকোনো দেশে সফরের আগে তাদের সঙ্গে যুক্ত স্টেক হোল্ডারের (সরকার) নির্দেশনা মানতে হবে।
বিসিবির চিন্তাটা এখানেই। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকার যদি সবুজ সংকেত না দেয়, সিরিজটা ভেস্তেও যেতে পারে। তবে সূত্র জানিয়েছে, টি–টোয়েন্টি সিরিজ খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেশ ইতিবাচক। নিয়মিত বিসিবির সঙ্গে তারা যোগাযোগ করে যাচ্ছে। সিরিজটা হোক, এটি চাইছে বলেই সিএ আলোচনা চালিয়ে যাচ্ছে।
আরও একটি বিষয় বিসিবিকে আশাবাদী করে তুলছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল বিপুল খরচে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ সফর করছে ভাড়া করা বিমানে (ড্রিমলাইনার)। অস্ট্রেলিয়া সিডনি থেকে প্রথমে গেছে ক্যারিবীয় দ্বীপে। সেখান থেকে তারা আসবে ঢাকায়। প্রতিটি বিমানভ্রমণে অস্ট্রেলিয়ার খরচ হচ্ছে প্রায় ১ মিলিয়ন ডলার। মার্কিন ডলারের হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা। অস্ট্রেলিয়ান ডলার হিসেবে সেটি প্রায় সাড়ে ৬ কোটি ৩১ লাখ টাকা। এভাবে সিডনি–ক্যারিবীয় দ্বীপ–ঢাকা–সিডনি ভ্রমণে অস্ট্রেলিয়ার বিমান খরচ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
বিমান ভাড়ায় বিপুল অর্থ তারা খরচ করছে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে। বাংলাদেশ দল সেখানে জিম্বাবুয়ে থেকে ফিরবে বাণিজ্যিক ফ্লাইটে তিন বিমানবন্দর বদলে। সিএ অবশ্য বাংলাদেশ দলের কমার্শিয়াল ফ্লাইট ব্যবহারে ছাড় দিলেও কোয়ারেন্টিন ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয়।
টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজটা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ফিঞ্চদের সফর এখন অনেক যদি–কিন্তুর ওপর নির্ভর করছে।
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
১ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
২ ঘণ্টা আগেভুটানের জাতীয় নারী লিগে দল পেয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এবারই প্রথম বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগেতিন বছর আগে এমন এক জুলাইয়ে আলোচিত হয়েছিল শেখ মোরসালিনের নাম। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন এক গোলে নজর কাড়েন সবার। তখনো বসুন্ধরার খেলোয়াড় তিনি; তবে ধারে খেলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
৩ ঘণ্টা আগে