Ajker Patrika

বাংলাদেশের কোচদের ভাগ্যে কী থাকছে

অনলাইন ডেস্ক
মোহাম্মদ সালাহ উদ্দীন ও ফিল সিমন্সের ভাগ্যে কী রয়েছে, সেটা পরে জানা যাবে। ছবি: আজকের পত্রিকা
মোহাম্মদ সালাহ উদ্দীন ও ফিল সিমন্সের ভাগ্যে কী রয়েছে, সেটা পরে জানা যাবে। ছবি: আজকের পত্রিকা

চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার আগেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ দলের নতুন প্রধান কোচের নাম চূড়ান্ত করে রেখেছিলেন। গত অক্টোবরে ফিল সিমন্স বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন পাঁচ মাসের মেয়াদে, যা শেষ হচ্ছে আজকের চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে।

টুর্নামেন্টের পর কি দীর্ঘ মেয়াদে থাকছেন সিমন্স? প্রশ্নটির উত্তর জানতে কাল যোগাযোগ করা হয়েছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সামনে আমাদের বোর্ড মিটিং আছে, আলোচনা করব। এখনো এটা নিয়ে সিদ্ধান্ত হয়নি।’

দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। কাল সংবাদ সম্মেলনে তিনি শুধু বললেন, ‘এটা বোর্ডের ব্যাপার, আমাকে রাখবে কি রাখবে না।’

টুর্নামেন্ট শুরুর আগে প্রধান কোচ ফিল সিমন্স ঢাকা ছাড়ার সময় অকপটে স্বীকার করেছিলেন, প্রতিযোগিতায় নামার আগে দল আদর্শ প্রস্তুতি নিতে পারেনি। তবে তিনি বিশ্বাস করতেন, মানসিক দৃঢ়তাই এই ঘাটতি কিছুটা পূরণ করতে পারে। কিন্তু মাঠের লড়াইয়ে নেমে সেই মানসিকতার ছাপ দেখা যায়নি, শান্তর দল প্রতিপক্ষের সামনে মাথাই তুলে দাঁড়াতে পারেনি।

বিপিএলের মতো ২০ ওভারের ক্রিকেট খেলে ৫০ ওভারের ক্রিকেটের জন্য ভালো প্রস্তুতি ছাড়াই বিশ্বের সেরা আট দলের প্রতিযোগিতায় সফল হওয়া কঠিন, সেটি গতকাল স্বীকার করে নিয়েছেন সিনিয়র সহকারী কোচ সালাহ উদ্দীন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সালাহ উদ্দিন বলেন, ‘এই টুর্নামেন্টের আগে অন্তত পাঁচটি দল ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। কিন্তু আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। বিপিএল খেলে এসেছি, সেটাই আমাদের বাস্তবতা। বোর্ড, ক্রিকেটার সবাইকে এই বিষয় গুরুত্ব দিয়ে ভাবতে হবে। হুট করে সাফল্য আসে না।’

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের ভক্ত সমর্থকদের চ্যাম্পিয়ন হওয়ার আশার কথা শুনিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে গেল তাড়াতাড়ি। চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাসের যে কথা শান্ত বলেছিলেন, সেই প্রশ্ন এসেছে গতকাল সালাহ উদ্দীনের সংবাদ সম্মেলনে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখানে কেন এসেছেন? আমি কি বলব শুধুই অংশ নিতে এসেছি? একজন অধিনায়ক যদি স্বপ্ন না দেখে দল কীভাবে দেখবে? সাধারণ ব্যাপার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত