ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কা সিরিজে টস-ভাগ্য কাজ করছে বাংলাদেশের পক্ষেই। সিরিজের দুই টেস্টেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গলের মতো এবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টেও ব্যাটিংয়ে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তাদের একাদশে এনেছে দুই পরিবর্তন। জাকের আলী অনিকের পরিবর্তে নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। অন্যদিকে হাসান মাহমুদ চোটের কারণে বাদ পড়েছেন বলে আজ টসের সময় জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। হাসানের জায়গায় এসেছেন ইবাদত হোসেন চৌধুরী। ইবাদত আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে সেই ওয়ানডের পর চোটের কারণেই মূলত বাংলাদেশের জার্সিতে ফেরাটা দীর্ঘায়িত হয়েছে।
সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও এনেছে দুই পরিবর্তন। সদ্য টেস্টকে বিদায় বলা অ্যাঞ্জেলো ম্যাথুসের পরিবর্তে এসেছেন সোনাল দিনুসা। কলম্বো টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে দিনুসার। এদিকে পেস বোলিং লাইনআপে মিলান রত্নায়েকের জায়গায় এসেছেন বিশ্ব ফার্নান্দো।
শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে আছেন অভিজ্ঞ দিনেশ চান্দিমাল। লাহিরু উদারা, পাথুম নিশাংকা, কামিন্দু মেন্ডিসের মতো তরুণ ব্যাটাররাও আছেন স্বাগতিকদের একাদশে। কুশল মেন্ডিসের হাতে থাকবে উইকেটরক্ষকের গ্লাভস।
কলম্বোয় দ্বিতীয় টেস্টের একাদশ বাংলাদেশ সাজিয়েছে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে। স্পিন আক্রমণে অলরাউন্ডার মিরাজের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস বোলিং ডিপার্টমেন্ট সামলাবেন ইবাদত ও নাহিদ রানা।
গলে প্রথম টেস্ট ড্র হওয়ায় কলম্বো টেস্টটা হয়ে গেছে সিরিজ নির্ধারণী। সিরিজের দ্বিতীয় টেস্ট জিতলে ২০১৭-এর পর শ্রীলঙ্কাকে এই সংস্করণে হারাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়বে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, নাহিদ রানা
শ্রীলঙ্কার একাদশ
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুসা, প্রবাত জয়াসুরিয়া, তারিন্দু রত্নায়েকে, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো
শ্রীলঙ্কা সিরিজে টস-ভাগ্য কাজ করছে বাংলাদেশের পক্ষেই। সিরিজের দুই টেস্টেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গলের মতো এবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টেও ব্যাটিংয়ে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তাদের একাদশে এনেছে দুই পরিবর্তন। জাকের আলী অনিকের পরিবর্তে নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। অন্যদিকে হাসান মাহমুদ চোটের কারণে বাদ পড়েছেন বলে আজ টসের সময় জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। হাসানের জায়গায় এসেছেন ইবাদত হোসেন চৌধুরী। ইবাদত আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে সেই ওয়ানডের পর চোটের কারণেই মূলত বাংলাদেশের জার্সিতে ফেরাটা দীর্ঘায়িত হয়েছে।
সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও এনেছে দুই পরিবর্তন। সদ্য টেস্টকে বিদায় বলা অ্যাঞ্জেলো ম্যাথুসের পরিবর্তে এসেছেন সোনাল দিনুসা। কলম্বো টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে দিনুসার। এদিকে পেস বোলিং লাইনআপে মিলান রত্নায়েকের জায়গায় এসেছেন বিশ্ব ফার্নান্দো।
শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে আছেন অভিজ্ঞ দিনেশ চান্দিমাল। লাহিরু উদারা, পাথুম নিশাংকা, কামিন্দু মেন্ডিসের মতো তরুণ ব্যাটাররাও আছেন স্বাগতিকদের একাদশে। কুশল মেন্ডিসের হাতে থাকবে উইকেটরক্ষকের গ্লাভস।
কলম্বোয় দ্বিতীয় টেস্টের একাদশ বাংলাদেশ সাজিয়েছে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে। স্পিন আক্রমণে অলরাউন্ডার মিরাজের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস বোলিং ডিপার্টমেন্ট সামলাবেন ইবাদত ও নাহিদ রানা।
গলে প্রথম টেস্ট ড্র হওয়ায় কলম্বো টেস্টটা হয়ে গেছে সিরিজ নির্ধারণী। সিরিজের দ্বিতীয় টেস্ট জিতলে ২০১৭-এর পর শ্রীলঙ্কাকে এই সংস্করণে হারাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়বে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, নাহিদ রানা
শ্রীলঙ্কার একাদশ
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুসা, প্রবাত জয়াসুরিয়া, তারিন্দু রত্নায়েকে, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
৯ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
১০ ঘণ্টা আগে