Ajker Patrika

ভারতকে বিশ্বকাপ জিততে সহায়তা করছে আইসিসি, দাবি শেবাগের

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৯: ১৭
ভারতকে বিশ্বকাপ জিততে সহায়তা করছে আইসিসি, দাবি শেবাগের

সর্বশেষ ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে ভারত। এরপর শুধু হতাশাই সাক্ষী হয়েছে ১৩০ কোটি মানুষের দেশটির। দীর্ঘ এক যুগের খরা কাটানোর এবার দুর্দান্ত সুযোগ পেয়েছে ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় অন্যদের থেকে নিশ্চিতভাবে চ্যাম্পিয়নের দৌড়েও এগিয়ে তারা।

কন্ডিশন, দর্শক-সমর্থকদের পাশাপাশি যদি বাড়তি হিসেবে পিচের সুবিধা পাওয়া যায় তাহলে আবারো বিশ্বচ্যাম্পিয়ন হওয়াটা ভারতের জন্য সহজই। বীরেন্দর শেবাগও তাই মনে করছেন। ২০১১ বিশ্বকাপজয়ী ব্যাটারের মতে, ভারতকে বিশ্বকাপ জিততে সহায়তা করছে আইসিসি। আর সেটা পিচের সুবিধা দিয়ে।

ক্রিকবাজের এক অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন শেবাগ। ভারতীয় কিংবদন্তি বলেছেন, ‘ভারতকে সহায়তা করছে আইসিসিও। টুর্নামেন্টের পিচ তৈরি করছে ভারতীয় গ্রাউন্ডসম্যানরা। ভারত যখন সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠবে তখনো পিচ তৈরি হবে তাদের চাহিদা অনুযায়ী। এই কারণে মনে করি ভারতের বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ রয়েছে।’

আইসিসি কেন ভারতকে এমন সুযোগ দিচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন শেবাগ। ভারতের সাবেক ওপেনার বলেছেন, ‘আইসিসি জানে ভারত যদি শেষ পর্যন্ত থাকে তাহলে টুর্নামেন্ট নিয়ে দর্শকদের আগ্রহ বাড়বে। এতে করে আইসিসি লাভবান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত