ক্রীড়া ডেস্ক
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো খেলার ছাপ পড়েছে নিগার সুলতানা জ্যোতিদের র্যাঙ্কিংয়ে। অধিনায়ক জ্যোতি ছাড়াও শারমিন আক্তার সুপ্তা উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৭ ও ২৯তম অবস্থানে।
আইসিসির হালনাগাদ ওয়ানডে র্যাঙ্কিংয়ের ব্যাটিংয়ে ১৬ ধাপ এগিয়ে ১৭তম অবস্থানে উঠে এসেছেন জ্যোতি। আর ১১ ধাপ এগিয়ে ২৯তম অবস্থানে উঠে এসেছেন শারমিন।
এই দুজনের ব্যাটিং ব্যাটিং দৃঢ়তায় থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড ২৭১ রান তুলে রেকর্ড ১৭৮ রানে জেতে বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে ৭৮ বলে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন জ্যোতি। আর ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন। তৃতীয় উইকেটে ১৫২ রানের জুটি গড়েন তাঁরা, যা বাংলাদেশের যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শারমিন ২৪ রান করলেও জ্যোতি করেন ৫১ রান। গতকাল প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে ৫৬৩ রেটিং পয়েন্ট জ্যোতির। শারমিন আক্তারের রেটিং পয়েন্ট ৫২৩।
বোলিংয়ে বাংলাদেশের রাবেয়া খান ৭ ধাপ এগিয়ে ২৩তম অবস্থানে উঠে এসেছেন। থাইল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেওয়া ফাহিমা খাতুন ৩ ধাপ এগিয়ে আছেন ৪৮-এ। তবে দুই ধাপ অবনতি হয়েছে নাহিদা আক্তারের; ১২ নম্বরে নেমে গেছেন তিনি।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো খেলার ছাপ পড়েছে নিগার সুলতানা জ্যোতিদের র্যাঙ্কিংয়ে। অধিনায়ক জ্যোতি ছাড়াও শারমিন আক্তার সুপ্তা উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৭ ও ২৯তম অবস্থানে।
আইসিসির হালনাগাদ ওয়ানডে র্যাঙ্কিংয়ের ব্যাটিংয়ে ১৬ ধাপ এগিয়ে ১৭তম অবস্থানে উঠে এসেছেন জ্যোতি। আর ১১ ধাপ এগিয়ে ২৯তম অবস্থানে উঠে এসেছেন শারমিন।
এই দুজনের ব্যাটিং ব্যাটিং দৃঢ়তায় থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড ২৭১ রান তুলে রেকর্ড ১৭৮ রানে জেতে বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে ৭৮ বলে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন জ্যোতি। আর ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন। তৃতীয় উইকেটে ১৫২ রানের জুটি গড়েন তাঁরা, যা বাংলাদেশের যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শারমিন ২৪ রান করলেও জ্যোতি করেন ৫১ রান। গতকাল প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে ৫৬৩ রেটিং পয়েন্ট জ্যোতির। শারমিন আক্তারের রেটিং পয়েন্ট ৫২৩।
বোলিংয়ে বাংলাদেশের রাবেয়া খান ৭ ধাপ এগিয়ে ২৩তম অবস্থানে উঠে এসেছেন। থাইল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেওয়া ফাহিমা খাতুন ৩ ধাপ এগিয়ে আছেন ৪৮-এ। তবে দুই ধাপ অবনতি হয়েছে নাহিদা আক্তারের; ১২ নম্বরে নেমে গেছেন তিনি।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
৩৭ মিনিট আগেভিলা বেলমিরো মাঠে নেইমার ঠায় বসে রইলেন। চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। হবে না-ই বা কেন! চোটের যন্ত্রণায় কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলের এই ফুটবলার। ম্যাচের অর্ধেক সময়ও তিনি খেলতে পারেননি।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার অর্ধেক কাজ প্রথম লেগেই সেরে রাখে আর্সেনাল। রিয়াল মাদ্রিদকে তখন হারিয়েছিল ৩-০ গোলে। কিন্তু দ্বিতীয় লেগের ম্যাচটা যখন রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, তখন আগে থেকেই ম্যাচের ফল বলে দেওয়া কঠিন।
২ ঘণ্টা আগেপ্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের চেয়ে আর কোন দল সুন্দর করে লিখতে পারে? এটা রীতিমতো গবেষণার ব্যাপার। তবে এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল। যে চ্যাম্পিয়নস লিগ তাদের এক রকম সম্পত্তি হয়ে গেছে, সেই টুর্নামেন্ট থেকেই এবার কোয়ার্টার ফাইনালেই বেজে গেল বিদায়ঘণ্টা।
৩ ঘণ্টা আগে