Ajker Patrika

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বৃত্ত ভাঙার টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। আগের বিশ্বকাপগুলোর অভিজ্ঞতা সুখকর না হওয়ায় এবার দারুণ কিছুর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে সেই চ্যালেঞ্জের প্রথম পরীক্ষায় মাহমুদউল্লাহ আগে বোলিংই বেছে নিলেন। 

গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক ইঙ্গিত দিয়েছিলেন স্পিনার বেশি খেলাবেন না। অধিনায়কের সেই কথার প্রতিফলন দেখা গেল আজকের একাদশে। একাদশে তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাঈম হাসান, নাসুম আহমেদ। 

রাতে শিশির পড়ার সম্ভাবনা থাকায় আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ। টস এর পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলব। তিন অলরাউন্ডার নিয়ে খেলছি।’ 

শক্তিমত্তায় অনেকটা পিছিয়ে থাকলেও স্কটল্যান্ডকে হেলায় নেওয়ার সুযোগ নেই। ২০১৪ সালে এই দলটির কাছেই হেরেছিল বাংলাদেশ। কিছুটা অচেনা এই প্রতিপক্ষের বিপক্ষে তাই দারুণ কিছু করে প্রতিশোধ নেওয়া তো বটেই, বিশ্বকাপের শুরুটাও রঙিন করার সুযোগ মাহমুদউল্লাহদের সামনে। 

বাংলাদেশে দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত