Ajker Patrika

জিম্বাবুয়ে সিরিজের টেস্টের সূচি বদলাতে পারে বিসিবি 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৭: ৩৮
Thumbnail image

ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ—প্রতি বছরই থাকে কোনো না কোনো আইসিসি ইভেন্ট। এক ইভেন্ট শেষ হতে না হতেই শুরু হয়ে যায় আরেক ইভেন্ট আয়োজনের ব্যস্ততা। তার মধ্যে প্রায় প্রতি দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো আছেই।

ভারতে গত বছরের ১৯ নভেম্বর শেষ হয় ওয়ানডে বিশ্বকাপ। তার এক বছর না যেতেই মাঠে গড়াচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টির বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে ১ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশের এ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে একটু দেরিতেই। ১৯ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম মৌসুম।

বিপিএল শেষে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, যেখানে মার্চে শ্রীলঙ্কার সঙ্গে দুই টেস্ট, সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর এপ্রিল-মে মাসে পাঁচ টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সূচি পরিবর্তন হওয়ার কথা শোনা যাচ্ছে। তেমনই আভাস পাওয়া গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেছেন, ‘আমরা এখনও সিদ্ধান্ত নিইনি, কিন্তু চাইব ২টা টেস্ট কমানো যায় কি না। কিংবা পরবর্তীতে আমরা অন্য জায়গায় সরিয়ে নিতে পারি। এটা এখনও আনুষ্ঠানিক না। এখন আমরা আনঅফিশিয়াল বলতে পারি এরকম চাইছি, পরে এটা জানাতে পারব। যেহেতু আমরা জিম্বাবুয়ের সঙ্গে আইটেনেরি নিয়ে চুক্তি স্বাক্ষর করিনি। এজন্য এই মুহূর্ত বলা কঠিন। তবে পাঁচটা টি-টোয়েন্টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

টেস্ট সিরিজের সূচি পরিবর্তন করা হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে বাড়তি সময় পাওয়া যাবে। বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ২০ জানুয়ারি আসার সম্ভাবনা রয়েছে। কোচের আসার পরই বিসিবি মেগা ইভেন্ট নিয়ে আলোচনা করবে।

ধারণা করা হচ্ছে, যদি জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ বাতিল হয়, তাহলে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিসিবি আগে দল পাঠাতে পারে। এই নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৮ সালে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত