সিডনির ব্যাটিং উইকেটে তখন বেধড়ক পিটিয়ে চলেছেন রাইলি রুশো ও কুইন্টন ডি ককেরা। বোলিং প্রান্তে যে বাংলাদেশি বোলারই আসছেন, তাঁকেই পেটাচ্ছেন দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। প্রোটিয়াদের রান থামাতে বাংলাদেশের তখন দরকার ছিল অভিজ্ঞ কোনো বোলারকে।
বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার অবধারিতভাবেই সাকিব আল হাসান। অথচ প্রথম ১০ ওভারে বল হাতেই নিলেন না বাংলাদেশ অধিনায়ক। অবশেষে যখন একাদশ ওভারে বোলিংয়ে এলেন সাকিব, ততক্ষণে শত রানের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা। মার খেয়ে দিশেহারা বাংলাদেশের বোলিং। সাকিব নিজেও ছাড় পাননি। ডি ককের কাছে হজম করেছেন ২ ছক্কা। করেছেন নো বল। সব মিলিয়ে নিজের প্রথম ওভারে দিয়েছেন ২১ রান।
উইকেটে থাকা রুশো ও ডি কক দুজনই বাঁহাতি ব্যাটার। সাকিব নিজেও বাঁহাতি স্পিনার। বাঁহাতি দুই ব্যাটারকে দেখেই কী তবে প্রথম ১০ ওভারে বোলিংয়ে আসেননি সাকিব? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন শুনতে হয়েছে সাকিবকে। জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘সাইড বাউন্ডারি একটু ছোট ছিল। আমাদের অনেক কিছু চিন্তা করতে হচ্ছিল। যেহেতু আমার আর মোস্তাফিজের বোলিংয়ের ধরন একই রকম (বাঁহাতি), দুজন একই সঙ্গে বোলিং করা কঠিন ছিল। আমার মনে হয় না ওরা (রুশো-ডি কক) দেখে বোলিং করিনি। এমন অবস্থা ছিল যে, আমার ৮ ওভারে আসার কথা ছিল।’
একজন ডানহাতি ব্যাটার থাকলে বোলিংয়ে আরও আগে আসতেন বলে ইঙ্গিত সাকিবের, ‘সবকিছু চিন্তা করে মনে হয়েছে আরেকটু পরে এলে ভালো হয়। কিংবা একটা উইকেট পড়লে ভালো হয়। দুর্ভাগ্যজনকভাবে হয়নি। আমাদের পরিকল্পনার খুব একটা ভুল ছিল না। বাস্তবায়নে আমরা বেশ কিছু ভুল করেছি।’
প্রথম ওভারে ২১ রান দিলেও পরের দুই ওভারে ১২ রান দিয়েছেন সাকিব। নিয়েছেন রুশো ও ট্রিস্টান স্টাবসের উইকেট। সব মিলিয়ে নিজের বোলিংয়ে তেমন কোনো ত্রুটি দেখছেন না সাকিব, ‘আমার মনে হয় না খুব একটা খারাপ বোলিং করেছি। রুশো ছাড়া আর কোনো ব্যাটার একটা বাউন্ডারিও মারতে পারেনি। রুশো যেভাবে ব্যাটিং করেছে, আমাদের একটা বোলারকে খেলতেও ওর কষ্ট হয়নি। বোলিং নিয়ে আসলে আমি চিন্তিত না।’
সিডনির ব্যাটিং উইকেটে তখন বেধড়ক পিটিয়ে চলেছেন রাইলি রুশো ও কুইন্টন ডি ককেরা। বোলিং প্রান্তে যে বাংলাদেশি বোলারই আসছেন, তাঁকেই পেটাচ্ছেন দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। প্রোটিয়াদের রান থামাতে বাংলাদেশের তখন দরকার ছিল অভিজ্ঞ কোনো বোলারকে।
বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার অবধারিতভাবেই সাকিব আল হাসান। অথচ প্রথম ১০ ওভারে বল হাতেই নিলেন না বাংলাদেশ অধিনায়ক। অবশেষে যখন একাদশ ওভারে বোলিংয়ে এলেন সাকিব, ততক্ষণে শত রানের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা। মার খেয়ে দিশেহারা বাংলাদেশের বোলিং। সাকিব নিজেও ছাড় পাননি। ডি ককের কাছে হজম করেছেন ২ ছক্কা। করেছেন নো বল। সব মিলিয়ে নিজের প্রথম ওভারে দিয়েছেন ২১ রান।
উইকেটে থাকা রুশো ও ডি কক দুজনই বাঁহাতি ব্যাটার। সাকিব নিজেও বাঁহাতি স্পিনার। বাঁহাতি দুই ব্যাটারকে দেখেই কী তবে প্রথম ১০ ওভারে বোলিংয়ে আসেননি সাকিব? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন শুনতে হয়েছে সাকিবকে। জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘সাইড বাউন্ডারি একটু ছোট ছিল। আমাদের অনেক কিছু চিন্তা করতে হচ্ছিল। যেহেতু আমার আর মোস্তাফিজের বোলিংয়ের ধরন একই রকম (বাঁহাতি), দুজন একই সঙ্গে বোলিং করা কঠিন ছিল। আমার মনে হয় না ওরা (রুশো-ডি কক) দেখে বোলিং করিনি। এমন অবস্থা ছিল যে, আমার ৮ ওভারে আসার কথা ছিল।’
একজন ডানহাতি ব্যাটার থাকলে বোলিংয়ে আরও আগে আসতেন বলে ইঙ্গিত সাকিবের, ‘সবকিছু চিন্তা করে মনে হয়েছে আরেকটু পরে এলে ভালো হয়। কিংবা একটা উইকেট পড়লে ভালো হয়। দুর্ভাগ্যজনকভাবে হয়নি। আমাদের পরিকল্পনার খুব একটা ভুল ছিল না। বাস্তবায়নে আমরা বেশ কিছু ভুল করেছি।’
প্রথম ওভারে ২১ রান দিলেও পরের দুই ওভারে ১২ রান দিয়েছেন সাকিব। নিয়েছেন রুশো ও ট্রিস্টান স্টাবসের উইকেট। সব মিলিয়ে নিজের বোলিংয়ে তেমন কোনো ত্রুটি দেখছেন না সাকিব, ‘আমার মনে হয় না খুব একটা খারাপ বোলিং করেছি। রুশো ছাড়া আর কোনো ব্যাটার একটা বাউন্ডারিও মারতে পারেনি। রুশো যেভাবে ব্যাটিং করেছে, আমাদের একটা বোলারকে খেলতেও ওর কষ্ট হয়নি। বোলিং নিয়ে আসলে আমি চিন্তিত না।’
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৪ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে