Ajker Patrika

টানা তিন হারের পর জয় পেল মুম্বাই

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০০: ৪৫
টানা তিন হারের পর জয় পেল মুম্বাই

টানা তিন হারে শেষ চার ওঠা কঠিন করে তুলেছিল মুম্বাই ইন্ডিয়ানস। তবে আজ ঘুরে দাঁড়িয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল রোহিত শর্মার দল। আবুধাবিতে পাঞ্জাব কিংসকে ছয় উইকেটে হারিয়ে শেষ চারের লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকল মুম্বাই।

জয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন মুম্বাই বোলাররা। পাঞ্জাবের দেওয়া ১৩৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি রোহিতের দল। দলের স্কোর ১৬ রানে রেখে ব্যক্তিগত ৮ রানে ফিরে যান মুম্বাই অধিনায়ক। আরেক ওপেনার কুইন্টন ডি কক উইকেটে থাকলেও বেশি সুবিধা করতে পারেননি। ২৯ বল খেলে পেসার মোহাম্মদ শামির বলে বোল্ড হওয়ার আগে করেন ২৭ রান।

এক প্রান্ত থেকে মুম্বাইয়ের আশা বাঁচিয়ে রাখেন সৌরভ তিওয়ারি। অসি পেসার নাথান এলিসের বলে উইকেটকিপার লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান ৪৫ রান করে। তাতে অবশ্য মুম্বাইয়ের জয় ঠেকাতে পারেনি পাঞ্জাব। জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন হার্দিক পান্ডিয়া আর কাইরন পোলার্ড। পান্ডিয়া অপরাজিত থাকেন ৪২ রান করে। ৭ বলে ১৫ রান করে আরেক প্রান্তে অপরাজিত ছিলেন পোলার্ড।

এর আগে টসে জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল মুম্বাই। দারুণ শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার রাহুল আর মানদীপ সিং। ষষ্ঠ ওভারে ক্রুনাল পান্ডিয়ার বলে মানদীপের বিদায়ের মাধ্যমে দুজনের ৩৬ রানের এই জুটি ভাঙে। এরপর মাত্র ১ রান করে ফেরেন ক্রিস গেইল।

ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে পাঞ্জাব যে স্কোরবোর্ডে ১৩৫ রান তোলে তার বড় কৃতিত্ব এইডেন মার্কারামের। স্রোতের বিপরীতে এই দক্ষিণ আফ্রিকান ওপেনার দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। রাহুল চাহারের বলে বোল্ড হয়ে ফেরার আগে ২৯ বলে করেন ৪২ রান। ১৪২.৮২ স্ট্রাইক রেটের ইনিংসে ছয়টি চার মারেন মার্কারাম। শেষ দিকে ২৬ বলে ২৮ রান করেন দীপক হুদা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত