নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল ইংল্যান্ডকে ধবলধোলাই করার। সুযোগটা কী দুর্দান্তভাবেই না কাজে লাগাল বাংলাদেশ। ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ গড়ল অনন্য কীর্তি। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা কোনো দলকে এবারই প্রথম ধবলধোলাই করেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ এর আগে ধবলধোলাই করতে পেরেছে তিনটি। এর মধ্যে মাত্র একটিই ছিল ৩ ম্যাচের সিরিজ। ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে ও আরব আমিরাতকে ২-০ ব্যবধানে হারানোর অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। তবে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা কোনো দলকে এবারই প্রথম ধবলধোলাই করেছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ের ওপরে থাকা শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জেতার অভিজ্ঞতা আগেও ছিল বাংলাদেশের। ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে ৪-১ ও নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুটি জিতলেও তাদের ধবলধোলাইয়ের সুযোগ ছিল না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও চতুর্থ ম্যাচে হেরেছিলেন রিয়াদরা। আর কিউইদের বিপক্ষে চতুর্থ ম্যাচে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।
তবে এবার ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়ে শক্তিশালী কোনো দলকে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার আফসোস দূর করলেন সাকিবরা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের যত ধবলধোলাই
সাল প্রতিপক্ষ স্বাগতিক ফল
২০১২ আয়ারল্যান্ড আয়ারল্যান্ড ৩-০
২০২০ জিম্বাবুয়ে বাংলাদেশ ২-০
২০২২ আরব আমিরাত আরব আমিরাত ২-০
২০২৩ ইংল্যান্ড বাংলাদেশ ৩–০
টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল ইংল্যান্ডকে ধবলধোলাই করার। সুযোগটা কী দুর্দান্তভাবেই না কাজে লাগাল বাংলাদেশ। ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ গড়ল অনন্য কীর্তি। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা কোনো দলকে এবারই প্রথম ধবলধোলাই করেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ এর আগে ধবলধোলাই করতে পেরেছে তিনটি। এর মধ্যে মাত্র একটিই ছিল ৩ ম্যাচের সিরিজ। ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে ও আরব আমিরাতকে ২-০ ব্যবধানে হারানোর অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। তবে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা কোনো দলকে এবারই প্রথম ধবলধোলাই করেছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ের ওপরে থাকা শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জেতার অভিজ্ঞতা আগেও ছিল বাংলাদেশের। ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে ৪-১ ও নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুটি জিতলেও তাদের ধবলধোলাইয়ের সুযোগ ছিল না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও চতুর্থ ম্যাচে হেরেছিলেন রিয়াদরা। আর কিউইদের বিপক্ষে চতুর্থ ম্যাচে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।
তবে এবার ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়ে শক্তিশালী কোনো দলকে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার আফসোস দূর করলেন সাকিবরা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের যত ধবলধোলাই
সাল প্রতিপক্ষ স্বাগতিক ফল
২০১২ আয়ারল্যান্ড আয়ারল্যান্ড ৩-০
২০২০ জিম্বাবুয়ে বাংলাদেশ ২-০
২০২২ আরব আমিরাত আরব আমিরাত ২-০
২০২৩ ইংল্যান্ড বাংলাদেশ ৩–০
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
২৮ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
৪৪ মিনিট আগেবাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
১৩ ঘণ্টা আগে