নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হত্যা মামলার আসামি সাকিব আল হাসানকে নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চারদিকে। তিনি অবশ্য কঠিন সময়ে সতীর্থ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাশে পাচ্ছেন। বিসিবি তাঁকে আইনি সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও আশ্বস্ত করছেন সাকিবকে।
সচিবালয়ে আজ আসিফ নজরুল সংবাদমাধ্যমের সাকিবকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশের ২০০৩ সাফজয়ী গোলরক্ষক আমিনুলের কথা এনেছেন। সাকিব ও আমিনুলের ক্যারিয়ারেরও তুলনা করেছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেছেন, ‘এটাও আওয়ামী লীগই তো শুরু করেছে, তাই না? সাকিব তো আর রাষ্ট্রের জন্য কিছু নিয়ে আসেনি। সে নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো রাষ্ট্রের জন্য পুরস্কার নিয়ে এসেছিল। জাতীয় দলের অধিনায়ক ছিল। আমিনুলকে তো জেলে পাঠানো হয়েছিল। সাকিবের বিরুদ্ধে শুধুই মামলা হয়েছে।’
মামলার কারণে সাকিব যেন ভোগান্তিতে না পড়েন, সেটাও খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আমাদের যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা বা এফআইআর (প্রাথমিক তথ্য) হওয়া মানেই সে গ্রেপ্তার না। আমার বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে। অতি উৎসাহী হয়ে যাতে কেউ গ্রেপ্তার না করতে যায় (সাকিবকে)। আশা করি সাকিবকে গ্রেপ্তার করা হবে না।’
সাকিবকে নিয়ে আসিফ নজরুলের এই মন্তব্যের পর ফেসবুকে তাঁর ২০১৭ সালের একটি স্ট্যাটাস সামনে এনেছেন অনেকে। ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে মিরপুর টেস্টে হারিয়ে দেওয়ার পর সাকিববকে নিয়ে আসিফ নজরুল লিখেছিলেন, ‘সেরা শুধু সাকিব। কতবার যে শুনি সাকিবের চেয়ে এ ভালো ব্যাটার, সাকিবের চয়ে সে ভালো বোলার। আসল কথা হচ্ছে সাকিবের ধারেকাছে কেউ নেই বাংলাদেশে।’
আরও পড়ুন: সাকিবকে আইনি সহায়তা দেবে বিসিবি
হত্যা মামলার আসামি সাকিব আল হাসানকে নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চারদিকে। তিনি অবশ্য কঠিন সময়ে সতীর্থ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাশে পাচ্ছেন। বিসিবি তাঁকে আইনি সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও আশ্বস্ত করছেন সাকিবকে।
সচিবালয়ে আজ আসিফ নজরুল সংবাদমাধ্যমের সাকিবকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশের ২০০৩ সাফজয়ী গোলরক্ষক আমিনুলের কথা এনেছেন। সাকিব ও আমিনুলের ক্যারিয়ারেরও তুলনা করেছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেছেন, ‘এটাও আওয়ামী লীগই তো শুরু করেছে, তাই না? সাকিব তো আর রাষ্ট্রের জন্য কিছু নিয়ে আসেনি। সে নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো রাষ্ট্রের জন্য পুরস্কার নিয়ে এসেছিল। জাতীয় দলের অধিনায়ক ছিল। আমিনুলকে তো জেলে পাঠানো হয়েছিল। সাকিবের বিরুদ্ধে শুধুই মামলা হয়েছে।’
মামলার কারণে সাকিব যেন ভোগান্তিতে না পড়েন, সেটাও খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আমাদের যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা বা এফআইআর (প্রাথমিক তথ্য) হওয়া মানেই সে গ্রেপ্তার না। আমার বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে। অতি উৎসাহী হয়ে যাতে কেউ গ্রেপ্তার না করতে যায় (সাকিবকে)। আশা করি সাকিবকে গ্রেপ্তার করা হবে না।’
সাকিবকে নিয়ে আসিফ নজরুলের এই মন্তব্যের পর ফেসবুকে তাঁর ২০১৭ সালের একটি স্ট্যাটাস সামনে এনেছেন অনেকে। ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে মিরপুর টেস্টে হারিয়ে দেওয়ার পর সাকিববকে নিয়ে আসিফ নজরুল লিখেছিলেন, ‘সেরা শুধু সাকিব। কতবার যে শুনি সাকিবের চেয়ে এ ভালো ব্যাটার, সাকিবের চয়ে সে ভালো বোলার। আসল কথা হচ্ছে সাকিবের ধারেকাছে কেউ নেই বাংলাদেশে।’
আরও পড়ুন: সাকিবকে আইনি সহায়তা দেবে বিসিবি
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৩ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৩ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৭ ঘণ্টা আগে