অনলাইন ডেস্ক
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট করছিলেন তিনি। তাঁর এই সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটে প্রথম ইনিংসে ৪০০ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ (৪০৫*)।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ৪০০ কিংবা তার বেশি রান তুলতে চাওয়ার কথা জানিয়েছিলেন মিকাইল লুইস। তাঁর কথা রেখেছেন সতীর্থরা।
অথচ ওয়েস্ট ইন্ডিজের রান ৪০০ ছাড়িয়ে যাবে, দ্বিতীয় দিনের শুরুটা দেখে ভাবা যায়নি। প্রথম তিন ওভারেই ২ উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। তাতে ২৬১ রানে ৭ উইকেট খুইয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজকে দেখে মনে হয়েছিল, টেনেটুনে হয়তো ৩০০ পর্যন্ত যেতে পারে। প্রথম দিনের ২৫০/৫ স্কোর নিয়ে দিন শুরু করা স্বাগতিকদের জোড়া আঘাতের পর টেনে নিয়ে যান জাস্টিন গ্রিভস। তাঁকে সঙ্গ দেন কেমার রোচ। অষ্টম উইকেটে তাঁরা ১৪০ রানের জুটি গড়লে ৪০০ ছাড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে এই উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। ফিফটির আশা জাগিয়েও ৪৭ রান করে আউট হয়েছেন রোচ। এটা তাঁর ক্যারিয়ার সেরা ইনিংসও। রোচকে ফিরিয়েছেন দিনের শুরুতেই স্বাগতিকদের জোড়া ধাক্কা দেওয়া হাসান মাহমুদ।
দিনের প্রথম ওভারেই ফিরিয়ে দেন জশুয়া দা সিলভাকে। হাসানের ভেতরে ঢোকা বল খেলতে গিয়ে ব্যর্থ হলে জোরালো আবেদন ওঠে এলবিডব্লুর। সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার। আর তাতে আগের দিনের ১৪ রান নিয়ে ব্যাটিং শুরু করা দা সিলভা এদিন কোনো রান যোগ না করেই ফিরে যান। এই উইকেট নিয়ে একটা রেকর্ডও গড়ে ফেলেন হাসান। আর সেটি হলো পেসার হিসেবে টেস্ট অভিষেকের বছরে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। ২০০৮ সালে অভিষেকের বছরে ২৩ উইকেট নিয়ে আগে এই রেকর্ডটি ছিল পেসার শাহাদাত হোসেনের। দা সিলভাকে ফিরিয়ে শাহাদাতকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে ২৪ উইকেটের নতুন রেকর্ড গড়েছেন পেসার হাসান মাহমুদ। নিজের পরের ওভারেই আলজারি জোসেফকে ফিরিয়ে সেটা নিয়ে যান ২৫-এ। তাঁকে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন গালিতে। জাকির হাসান দারুণ তৎপরতায় তালুবন্দী করেন আলজারিকে (৪)। আরও একবার উচ্ছ্বাসের ঢেউ বাংলাদেশ শিবিরে।
এর আগে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ৮৪ রানে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেট হারিয়ে ফেলার পরই ব্যাটিং দৃঢ়তা দেখান দুই ব্যাটার—মিকাইল লুইস ও আলিক আথানেজ। চতুর্থ উইকেট জুটিতে ২২১ বল খেলে ১৪০ রান তোলেন তাঁরা। লুইসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন বাংলাদেশের ১৪তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন লুইস। ২১৮ বলে খেলা তাঁর ইনিংসটিতে আছে ৯টি চার ও ১টি ছয়। অবশ্য দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার আশা লুইসের, ‘আমাদের আরও একটা ইনিংস বাকি। পরের ইনিংসেই রানের তিন অঙ্ক ছুঁয়ে ফেলব!’
শুধু লুইসই নন, আগের দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন আলিক আথানেজও। নড়বড়ে নব্বইয়ের শিকার হয়েছেন তিনিও। তাইজুলের প্রথম শিকার হওয়ার আগে করেন ৯০ রান। ১৩০ বলে খেলা তাঁর ইনিংসটি ১০টি চার ও ১টি ছয়ে সাজানো।
আগের দিন ২ উইকেট নিয়েছিলেন তাসকিন। গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট করছিলেন তিনি। তাঁর এই সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটে প্রথম ইনিংসে ৪০০ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ (৪০৫*)।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ৪০০ কিংবা তার বেশি রান তুলতে চাওয়ার কথা জানিয়েছিলেন মিকাইল লুইস। তাঁর কথা রেখেছেন সতীর্থরা।
অথচ ওয়েস্ট ইন্ডিজের রান ৪০০ ছাড়িয়ে যাবে, দ্বিতীয় দিনের শুরুটা দেখে ভাবা যায়নি। প্রথম তিন ওভারেই ২ উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। তাতে ২৬১ রানে ৭ উইকেট খুইয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজকে দেখে মনে হয়েছিল, টেনেটুনে হয়তো ৩০০ পর্যন্ত যেতে পারে। প্রথম দিনের ২৫০/৫ স্কোর নিয়ে দিন শুরু করা স্বাগতিকদের জোড়া আঘাতের পর টেনে নিয়ে যান জাস্টিন গ্রিভস। তাঁকে সঙ্গ দেন কেমার রোচ। অষ্টম উইকেটে তাঁরা ১৪০ রানের জুটি গড়লে ৪০০ ছাড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে এই উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। ফিফটির আশা জাগিয়েও ৪৭ রান করে আউট হয়েছেন রোচ। এটা তাঁর ক্যারিয়ার সেরা ইনিংসও। রোচকে ফিরিয়েছেন দিনের শুরুতেই স্বাগতিকদের জোড়া ধাক্কা দেওয়া হাসান মাহমুদ।
দিনের প্রথম ওভারেই ফিরিয়ে দেন জশুয়া দা সিলভাকে। হাসানের ভেতরে ঢোকা বল খেলতে গিয়ে ব্যর্থ হলে জোরালো আবেদন ওঠে এলবিডব্লুর। সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার। আর তাতে আগের দিনের ১৪ রান নিয়ে ব্যাটিং শুরু করা দা সিলভা এদিন কোনো রান যোগ না করেই ফিরে যান। এই উইকেট নিয়ে একটা রেকর্ডও গড়ে ফেলেন হাসান। আর সেটি হলো পেসার হিসেবে টেস্ট অভিষেকের বছরে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। ২০০৮ সালে অভিষেকের বছরে ২৩ উইকেট নিয়ে আগে এই রেকর্ডটি ছিল পেসার শাহাদাত হোসেনের। দা সিলভাকে ফিরিয়ে শাহাদাতকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে ২৪ উইকেটের নতুন রেকর্ড গড়েছেন পেসার হাসান মাহমুদ। নিজের পরের ওভারেই আলজারি জোসেফকে ফিরিয়ে সেটা নিয়ে যান ২৫-এ। তাঁকে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন গালিতে। জাকির হাসান দারুণ তৎপরতায় তালুবন্দী করেন আলজারিকে (৪)। আরও একবার উচ্ছ্বাসের ঢেউ বাংলাদেশ শিবিরে।
এর আগে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ৮৪ রানে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেট হারিয়ে ফেলার পরই ব্যাটিং দৃঢ়তা দেখান দুই ব্যাটার—মিকাইল লুইস ও আলিক আথানেজ। চতুর্থ উইকেট জুটিতে ২২১ বল খেলে ১৪০ রান তোলেন তাঁরা। লুইসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন বাংলাদেশের ১৪তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন লুইস। ২১৮ বলে খেলা তাঁর ইনিংসটিতে আছে ৯টি চার ও ১টি ছয়। অবশ্য দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার আশা লুইসের, ‘আমাদের আরও একটা ইনিংস বাকি। পরের ইনিংসেই রানের তিন অঙ্ক ছুঁয়ে ফেলব!’
শুধু লুইসই নন, আগের দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন আলিক আথানেজও। নড়বড়ে নব্বইয়ের শিকার হয়েছেন তিনিও। তাইজুলের প্রথম শিকার হওয়ার আগে করেন ৯০ রান। ১৩০ বলে খেলা তাঁর ইনিংসটি ১০টি চার ও ১টি ছয়ে সাজানো।
আগের দিন ২ উইকেট নিয়েছিলেন তাসকিন। গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩০ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১২ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে