Ajker Patrika

ভারতকে এবারও টেক্কা দিল অস্ট্রেলিয়া

ভারতকে এবারও টেক্কা দিল অস্ট্রেলিয়া

টেস্টে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে গতকাল ভারতকে টপকে অস্ট্রেলিয়া ওঠে শীর্ষে। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও অস্ট্রেলিয়া টেক্কা দিল ভারতকে। 

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা নিয়ে চলছে দারুণ প্রতিযোগিতা। সেঞ্চুরিয়নে গত বছরের ২৮ ডিসেম্বর শেষ হওয়া বক্সিং ডে টেস্টে ভারতকে বিধস্ত করেছিল দক্ষিণ আফ্রিকা। তখন ১ ম্যাচের ১ টিতে জিতে ১০০ শতাংশ নিয়ে সবার ওপরে উঠেছিল প্রোটিয়ারা। এরপর গত পরশু কেপটাউনের নিউজিল্যান্ডসে শেষ হয়েছিল টেস্ট ইতিহাসের সংক্ষিপ্ততম ম্যাচ। সেই ম্যাচে প্রোটিয়াদের উড়িয়ে পয়েন্ট তালিকার ওপরে উঠে আসে ভারত। দুই দিন পর ভারতকে হটিয়ে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। সিডনিতে আজ শেষ হওয়া সিরিজের তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইও করে অজিরা। ৫৬.২৫ শতাংশ নিয়ে সবার ওপরে এখন অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রয়েছে ৫৪.১৬ শতাংশ। 

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার ওপরে এখন অস্ট্রেলিয়া। ছবি: আইসিসিবাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা—২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তিন দলেরই ৫০ শতাংশ। এবারের চক্রে সবচেয়ে বেশি ৮ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে ইংল্যান্ডে এ বছরের জুন-জুলাইয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ খেলে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি করে ম্যাচ খেলেছে ইংল্যান্ড। যার মধ্যে পাকিস্তান এবার অস্ট্রেলিয়ার কাছে হয়েছে ধবলধোলাই। আর গত বছর শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে পাকিস্তান। 

গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত