২, ৪, ২, ৩, ১২, ১৫, ০, ৩, ৫, ৪, ০—মাঝের ১২ ও ১৫ বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে সাজিয়ে নিলে মোবাইলের ডিজিট মনে হতে পারে যে কারও। অথচ এ সংখ্যাগুলো দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের রান! বিষ্ময়কর হলেও এটাই সত্যি। কেপটাউন টেস্টের প্রথমদিনে প্রোটিয়ারা অলআউট মাত্র ৫৫ রানে!
দুই সংখ্যার রান দুটি দুই মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহাম ও উইকেটরক্ষক কাইল ভেরেন্নের। সর্বোচ্চ ১৯ রানের জুটিটিও তাঁদের। ৩৪ রানে ৬ উইকেট হারানোর পর এই জুটিতেই ৫০ পেরোনো স্কোর। অবশ্য টেস্টে অল্পতেই গুটিয়ে যাওয়া এ আর নতুন কী দক্ষিণ আফ্রিকার জন্য!
টেস্টে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার যে তালিকা সেখানে প্রোটিয়াদের উপস্থিতিই সবচেয়ে বেশি। ৫০ রানের আগে সর্বোচ্চ ৭ বার অলআউট হয়েছে তারা। সবচেয়ে কম ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ডটি নিউজিল্যান্ডের। তার পরের চারটিতেই নাম দক্ষিণ আফ্রিকার। আর স্কোরগুলো হলো—৩০, ৩০, ৩৫, ৩৬। প্রথম তিনটি ইংল্যান্ডের সামনে, শেষটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এই কেপটাউনেই ১৮৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৮৮৯ সালেও একই ভেন্যু ইংলিশদের বিপক্ষে ৪৭ ও ৪৩ থেমেছিল প্রোটিয়াদের দুই ইনিংস। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আগের সর্বনিম্ন স্কোরটি ছিল ৭৯। ২০১৫ সালে নাগপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে চোখে সর্ষে দেখেছিল সফরকারীরা।
কিন্তু এবার কেপটাউনে নিজের নবাবী দেখালেন মোহাম্মদ সিরাজ। প্রোটিয়াদের ৫৫ রানে বাঁধার পথে ৯ ওভারে ১৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। এটিই টেস্টে সিরাজের ক্যারিয়ার-সেরা বোলিং। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ৫১ রানে অলআউট করার পথে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার।
সিরাজের তোপ দাগানোর শুরুটা ইনিংসের চতুর্থ ওভারে, ওপেনার এইডেন মার্করামকে ফিরিয়ে। মাঝখানে ত্রিস্টান স্টাবসের উইকেটটি ছাড়া স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপের ৭ উইকেটের ৬টি নিয়েছেন সিরাজ। প্রোটিয়াদের ১০ উইকেটের ৮টিই গেছে ভারতের পেসারদের পকেটে। ভারতের বিপক্ষে টেস্টে যেকোনো দলের এটিই সর্বনিম্ন স্কোর।
২, ৪, ২, ৩, ১২, ১৫, ০, ৩, ৫, ৪, ০—মাঝের ১২ ও ১৫ বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে সাজিয়ে নিলে মোবাইলের ডিজিট মনে হতে পারে যে কারও। অথচ এ সংখ্যাগুলো দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের রান! বিষ্ময়কর হলেও এটাই সত্যি। কেপটাউন টেস্টের প্রথমদিনে প্রোটিয়ারা অলআউট মাত্র ৫৫ রানে!
দুই সংখ্যার রান দুটি দুই মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহাম ও উইকেটরক্ষক কাইল ভেরেন্নের। সর্বোচ্চ ১৯ রানের জুটিটিও তাঁদের। ৩৪ রানে ৬ উইকেট হারানোর পর এই জুটিতেই ৫০ পেরোনো স্কোর। অবশ্য টেস্টে অল্পতেই গুটিয়ে যাওয়া এ আর নতুন কী দক্ষিণ আফ্রিকার জন্য!
টেস্টে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার যে তালিকা সেখানে প্রোটিয়াদের উপস্থিতিই সবচেয়ে বেশি। ৫০ রানের আগে সর্বোচ্চ ৭ বার অলআউট হয়েছে তারা। সবচেয়ে কম ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ডটি নিউজিল্যান্ডের। তার পরের চারটিতেই নাম দক্ষিণ আফ্রিকার। আর স্কোরগুলো হলো—৩০, ৩০, ৩৫, ৩৬। প্রথম তিনটি ইংল্যান্ডের সামনে, শেষটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এই কেপটাউনেই ১৮৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৮৮৯ সালেও একই ভেন্যু ইংলিশদের বিপক্ষে ৪৭ ও ৪৩ থেমেছিল প্রোটিয়াদের দুই ইনিংস। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আগের সর্বনিম্ন স্কোরটি ছিল ৭৯। ২০১৫ সালে নাগপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে চোখে সর্ষে দেখেছিল সফরকারীরা।
কিন্তু এবার কেপটাউনে নিজের নবাবী দেখালেন মোহাম্মদ সিরাজ। প্রোটিয়াদের ৫৫ রানে বাঁধার পথে ৯ ওভারে ১৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। এটিই টেস্টে সিরাজের ক্যারিয়ার-সেরা বোলিং। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ৫১ রানে অলআউট করার পথে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার।
সিরাজের তোপ দাগানোর শুরুটা ইনিংসের চতুর্থ ওভারে, ওপেনার এইডেন মার্করামকে ফিরিয়ে। মাঝখানে ত্রিস্টান স্টাবসের উইকেটটি ছাড়া স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপের ৭ উইকেটের ৬টি নিয়েছেন সিরাজ। প্রোটিয়াদের ১০ উইকেটের ৮টিই গেছে ভারতের পেসারদের পকেটে। ভারতের বিপক্ষে টেস্টে যেকোনো দলের এটিই সর্বনিম্ন স্কোর।
টেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
১৬ মিনিট আগেম্যাচের শেষ বাঁশি না বাজা পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে বলার উপায় নেই। ম্যাচের ফল যখন অনেকেই ধারণা করে ফেলেন, সেই মুহূর্তে চমক দেখায় মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে কার্লো আনচেলত্তির দল পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়।
১ ঘণ্টা আগেসিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
২ ঘণ্টা আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
২ ঘণ্টা আগে