Ajker Patrika

অ্যাশেজের দল থেকে বাদ পড়লেন ওয়েড, ফিরলেন খাজা 

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১১: ৫৭
অ্যাশেজের দল থেকে বাদ পড়লেন ওয়েড, ফিরলেন খাজা 

অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৯ সালে সর্বশেষ টেস্ট খেলা উসমান খাজার সঙ্গে ডাক পেয়েছেন ট্রেভিস হেড। বাদ পড়লেন ম্যাথু ওয়েড।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্স খাজাকে দলে জায়গা করে দিয়েছে। এদিকে মাইকেল নেসের, ঝাই রিচার্ডসনকে দলে রাখা হয়েছে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউডের ব্যাকআপ হিসেবে। দল নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করবেন মার্কাস হ্যারিস। হ্যারিস ঘরোয়া ক্রিকেটে এবার ভালো করেছেন। পাশাপাশি নিজেকে ঝালিয়ে এনেছেন ইংল্যান্ডের লেস্টারশায়ারের হয়ে খেলে। 

৯ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্ট শুরু ১৬ ডিসেম্বর। তৃতীয় টেস্ট গড়াবে মেলবোর্নে ২৬ ডিসেম্বর। সিডনিতে সিরিজের চতুর্থ টেস্ট ৫ জানুয়ারি। সিরিজের শেষ টেস্ট ১৪ই জানুয়ারি পার্থে। 

১৫ সদস্যদের অস্ট্রেলিয়া দল: 
টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ক্যামেরুন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেইন, নাথান লায়ন, মাইকেল নেসের, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন এবং ডেভিড ওয়ার্নার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত