Ajker Patrika

অবিশ্বাস্য জয়ে ধবলধোলাই এড়াল শ্রীলঙ্কা

অবিশ্বাস্য জয়ে ধবলধোলাই এড়াল শ্রীলঙ্কা

শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৫৯ রান। দারুণ ছন্দে থাকা তিন বোলার জস হ্যাজলউড, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসনের একটি করে ওভার বাকি। কাজটা তাই ‘অসম্ভব’ মনে হচ্ছিল। 
তবে চামিকা করুণারত্নেকে নিয়ে সেই সমীকরণ মিলিয়ে দিয়েছেন দাসুন শানাকা। খুনে ব‍্যাটিংয়ে শ্রীলঙ্কাকে অবিশ্বাস‍্য জয় এনেছে দিয়েছেন তিনি। অধিনায়ক শানাকার সৌজন্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইও এড়িয়েছে লঙ্কানরা।

পাল্লেকেলেতে গত রাতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। অজিদের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে এক বল বাকি রেখে।

চারটি ছক্কা ও পাঁচটি চারে ২৫ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন শানাকা। সঙ্গী চামিকা অপরাজিত ছিলেন ১৪ রানে।

বাংলাদেশে টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে দেশে ফেরা লঙ্কানরা কলম্বোয় অজিদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে। তবে শানাকার অধিনায়কোচিত ইনিংসে চরম অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা লঙ্কানদের মুখে ফুটেছে হাসি। ম্যাচসেরাও হয়েছেন শানাকা। সিরিজসেরার পুরস্কার উঠেছে অজি দলপতি অ্যারন ফিঞ্চের হাতে।

কাল টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৬ রান তোলে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে। ২৫ রানে ২ উইকেট নিয়ে লঙ্কানদের সেরা বোলার মহেশ থিকসানা। লক্ষ্য তাড়ায় এক পর্যায়ে ১০৮ রানে ৬ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। তখন মনে হচ্ছিল, অজিদের জয় সময়ের ব্যাপার। কিন্তু শানাকা-চামিকার ৬৯ রানের জুটি সবাইকে তাক লাগিয়ে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...