ক্রীড়া ডেস্ক
সেমিফাইনালে এক পা আগে থেকেই দিয়ে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকতাই ছিল বাকি। করাচিতে গতকাল ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। শেষ চারে প্রতিপক্ষ ঠিক না হলেও আপাতত সেটা নিয়ে ভাবতে চান না দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।
‘বি’ গ্রুপ থেকে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আর ‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড আগেই শেষ চারের টিকিট কেটে রেখেছে। দুবাইয়ে আজ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষেই জানা যাবে সেমির লাইনআপ। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল ইংল্যান্ডকে গুঁড়িয়ে সেমি নিশ্চিত করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়ানসেন বলেন, ‘আমি এখন শুধুই ঘুমাতে চাই। আগামীকাল (আজ) চিন্তা করব এটা নিয়ে। আপাতত বিশ্রাম নেব এবং এই জয়টা উপভোগ করব।’
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জেতায় ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি ইয়ানসেনের। তবে যা করার, সেটা তো বোলিংয়েই করে দিয়েছেন তিনি। ৭ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ফিল সল্ট, জেমি স্মিথ, বেন ডাকেট—ইংল্যান্ডের টপ অর্ডার ইয়ানসেন ভেঙে দিয়েছেন ৬.৪ ওভারে। ৩ উইকেটের পাশাপাশি ইয়ানসেন ধরেছেন ৩ ক্যাচ। বোলিং, ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ-সেরা প্রোটিয়া এই অলরাউন্ডার বলেন, ‘খুবই ভালো লাগছে। বোলিংয়ের কথা চিন্তা করলে এই কন্ডিশনে বোলিং করা সহজ কাজ না। কোনো সুইং ছিল না। তাতে আমার খুব একটা ভালো লাগেনি। তবে আমার পারফরম্যান্স নিয়ে আমি খুশি।’
ইয়ানসেনের তিন ক্যাচের একটি কট অ্যান্ড বোল্ড। সপ্তম ওভারের চতুর্থ বলে ২১ বলে ২৪ রান করা বেন ডাকেটকে কট অ্যান্ড বোল্ড করেন ইয়ানসেন। আর হ্যারি ব্রুকের যে ক্যাচটা তিনি (ইয়ানসেন) ধরেছেন, সেটা দুর্দান্ত। লং অন থেকে ২৮ মিটার দৌড়ে ডিপ মিড উইকেটে পৌঁছে বল তালুবন্দী করেছেন ইয়ানসেন। ব্রুকের ক্যাচ নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিজ্ঞেস করা হলে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বলেন, ‘শুধুই কি ২৮ মিটার? আমি বলটা ওপরে উঠতে দেখলাম এবং বেশি কিছু চিন্তা করিনি। বলের কাছাকাছি কীভাবে যাওয়া যায়, সেটা নিয়ে ভেবেছি। ভাগ্য ভালো যে দ্রুত বলটা ধরতে পেরেছি।’
আরও খবর পড়ুন:
সেমিফাইনালে এক পা আগে থেকেই দিয়ে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকতাই ছিল বাকি। করাচিতে গতকাল ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। শেষ চারে প্রতিপক্ষ ঠিক না হলেও আপাতত সেটা নিয়ে ভাবতে চান না দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।
‘বি’ গ্রুপ থেকে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আর ‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড আগেই শেষ চারের টিকিট কেটে রেখেছে। দুবাইয়ে আজ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষেই জানা যাবে সেমির লাইনআপ। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল ইংল্যান্ডকে গুঁড়িয়ে সেমি নিশ্চিত করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়ানসেন বলেন, ‘আমি এখন শুধুই ঘুমাতে চাই। আগামীকাল (আজ) চিন্তা করব এটা নিয়ে। আপাতত বিশ্রাম নেব এবং এই জয়টা উপভোগ করব।’
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জেতায় ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি ইয়ানসেনের। তবে যা করার, সেটা তো বোলিংয়েই করে দিয়েছেন তিনি। ৭ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ফিল সল্ট, জেমি স্মিথ, বেন ডাকেট—ইংল্যান্ডের টপ অর্ডার ইয়ানসেন ভেঙে দিয়েছেন ৬.৪ ওভারে। ৩ উইকেটের পাশাপাশি ইয়ানসেন ধরেছেন ৩ ক্যাচ। বোলিং, ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ-সেরা প্রোটিয়া এই অলরাউন্ডার বলেন, ‘খুবই ভালো লাগছে। বোলিংয়ের কথা চিন্তা করলে এই কন্ডিশনে বোলিং করা সহজ কাজ না। কোনো সুইং ছিল না। তাতে আমার খুব একটা ভালো লাগেনি। তবে আমার পারফরম্যান্স নিয়ে আমি খুশি।’
ইয়ানসেনের তিন ক্যাচের একটি কট অ্যান্ড বোল্ড। সপ্তম ওভারের চতুর্থ বলে ২১ বলে ২৪ রান করা বেন ডাকেটকে কট অ্যান্ড বোল্ড করেন ইয়ানসেন। আর হ্যারি ব্রুকের যে ক্যাচটা তিনি (ইয়ানসেন) ধরেছেন, সেটা দুর্দান্ত। লং অন থেকে ২৮ মিটার দৌড়ে ডিপ মিড উইকেটে পৌঁছে বল তালুবন্দী করেছেন ইয়ানসেন। ব্রুকের ক্যাচ নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিজ্ঞেস করা হলে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বলেন, ‘শুধুই কি ২৮ মিটার? আমি বলটা ওপরে উঠতে দেখলাম এবং বেশি কিছু চিন্তা করিনি। বলের কাছাকাছি কীভাবে যাওয়া যায়, সেটা নিয়ে ভেবেছি। ভাগ্য ভালো যে দ্রুত বলটা ধরতে পেরেছি।’
আরও খবর পড়ুন:
কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
১৮ মিনিট আগেগোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
২ ঘণ্টা আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
২ ঘণ্টা আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
৪ ঘণ্টা আগে