ক্রীড়া ডেস্ক
দুবাইয়ে ৪ মার্চ রাতে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেই থেমে যায় অস্ট্রেলিয়ার পথচলা। ঠিক তার পরের দিন ওয়ানডে থেকে অবসর নেন স্টিভ স্মিথ। অবসরের ঘোষণা দেওয়ার দুই দিন পরই আইসিসির মাসসেরাদের তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার।
আইসিসি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসের মনোনয়নপ্রাপ্ত সেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। এখানে স্মিথের প্রতিদ্বন্দ্বী গ্লেন ফিলিপস ও শুবমান গিল। ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪০৬ রান করেছেন গিল। ভারতীয় এই ক্রিকেটার যে পাঁচ ম্যাচ গত মাসে খেলেছেন, সবই ওয়ানডে। পাঁচ ম্যাচে ১০১.৫০ গড় ও ৯৪.১৯ স্ট্রাইকরেটে করেছেন এই রান। ফেব্রুয়ারিতে গিলের দুটি করে সেঞ্চুরি ও ফিফটি রয়েছে। যার মধ্যে দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন। ১২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় এই ব্যাটার।
স্মিথ ও ফিলিপস ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৬ ও ২৩৬ রান করেছেন। দুজনেই খেলেছেন ৫টি করে ম্যাচ। ফিলিপসের ২৩৬ গড় নিঃসন্দেহে চোখ কপালে ওঠার মতো। পাঁচ ইনিংসের মধ্যে চারটিতেই যে তিনি অপরাজিত ছিলেন। লাহোরে গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ৭৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফিলিপস অপরাজিত থাকেন। শেষের দিকে কী পরিমাণ তাণ্ডব তিনি চালিয়েছেন, সেটা পাকিস্তানের ভুলে যাওয়ার কথা নয়। লাহোরের সেই ম্যাচটি ছিল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ।
শেষের দিকে ঝোড়ো ব্যাটিং ছাপিয়ে ফিলিপসের অতিমানবীয় ফিল্ডিং ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। করাচিতে ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ফিলিপস ব্যাকওয়ার্ড পয়েন্টে বাজপাখির মতো উড়ে ধরেছেন। ফিলিপস ক্যাচটি ধরেন বাঁ হাতে। কিউই এই ‘সুপারম্যান’ এরপর অবাক করেন বিরাট কোহলিকে। দুবাইয়ে ২ মার্চ সেই ব্যাকওয়ার্ড পয়েন্টে কোহলির ক্যাচ ডান দিকে উড়ে নিয়েছেন ফিলিপস।
২০১০-এর ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত স্মিথ খেলেছেন ১৭০ ওয়ানডে। ৪৩.২৮ গড়ে করেছেন ৫৮০০ রান। ১২ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩৫ ফিফটি। ভারতের বিপক্ষে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ৯৬ বলে ৭৩ রান করে স্মিথ বোল্ড হয়েছেন মোহাম্মদ শামির ফুলটস বলে কাভার ড্রাইভ করতে গিয়ে। প্যাট কামিন্স খেলতে না পারায় এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে স্মিথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন।
দুবাইয়ে ৪ মার্চ রাতে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেই থেমে যায় অস্ট্রেলিয়ার পথচলা। ঠিক তার পরের দিন ওয়ানডে থেকে অবসর নেন স্টিভ স্মিথ। অবসরের ঘোষণা দেওয়ার দুই দিন পরই আইসিসির মাসসেরাদের তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার।
আইসিসি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসের মনোনয়নপ্রাপ্ত সেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। এখানে স্মিথের প্রতিদ্বন্দ্বী গ্লেন ফিলিপস ও শুবমান গিল। ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪০৬ রান করেছেন গিল। ভারতীয় এই ক্রিকেটার যে পাঁচ ম্যাচ গত মাসে খেলেছেন, সবই ওয়ানডে। পাঁচ ম্যাচে ১০১.৫০ গড় ও ৯৪.১৯ স্ট্রাইকরেটে করেছেন এই রান। ফেব্রুয়ারিতে গিলের দুটি করে সেঞ্চুরি ও ফিফটি রয়েছে। যার মধ্যে দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন। ১২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় এই ব্যাটার।
স্মিথ ও ফিলিপস ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৬ ও ২৩৬ রান করেছেন। দুজনেই খেলেছেন ৫টি করে ম্যাচ। ফিলিপসের ২৩৬ গড় নিঃসন্দেহে চোখ কপালে ওঠার মতো। পাঁচ ইনিংসের মধ্যে চারটিতেই যে তিনি অপরাজিত ছিলেন। লাহোরে গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ৭৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফিলিপস অপরাজিত থাকেন। শেষের দিকে কী পরিমাণ তাণ্ডব তিনি চালিয়েছেন, সেটা পাকিস্তানের ভুলে যাওয়ার কথা নয়। লাহোরের সেই ম্যাচটি ছিল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ।
শেষের দিকে ঝোড়ো ব্যাটিং ছাপিয়ে ফিলিপসের অতিমানবীয় ফিল্ডিং ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। করাচিতে ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ফিলিপস ব্যাকওয়ার্ড পয়েন্টে বাজপাখির মতো উড়ে ধরেছেন। ফিলিপস ক্যাচটি ধরেন বাঁ হাতে। কিউই এই ‘সুপারম্যান’ এরপর অবাক করেন বিরাট কোহলিকে। দুবাইয়ে ২ মার্চ সেই ব্যাকওয়ার্ড পয়েন্টে কোহলির ক্যাচ ডান দিকে উড়ে নিয়েছেন ফিলিপস।
২০১০-এর ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত স্মিথ খেলেছেন ১৭০ ওয়ানডে। ৪৩.২৮ গড়ে করেছেন ৫৮০০ রান। ১২ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩৫ ফিফটি। ভারতের বিপক্ষে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ৯৬ বলে ৭৩ রান করে স্মিথ বোল্ড হয়েছেন মোহাম্মদ শামির ফুলটস বলে কাভার ড্রাইভ করতে গিয়ে। প্যাট কামিন্স খেলতে না পারায় এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে স্মিথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১০ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে