ক্রীড়া ডেস্ক
রংপুর রাইডার্সের সামনে সুযোগ ছিল গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় শিরোপা জয়ের। গতকাল গায়নায় টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের ফাইনালে ব্যাটিং ব্যর্থতায় সেটি আর বাস্তবে পরিণত হয়নি। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে শিরোপা হারাল নুরুল হাসান সোহানের দল।
প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় গায়ানা। জবাবে ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৫ ওভারে রংপুর গুটিয়ে যায় ১৬৪ রানে।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। ২৯ রানে হারিয়ে বসে তিন টপ অর্ডার। দ্বিতীয় বলেই স্টাম্পিং হতে বসেছিলেন ইব্রাহিম জাদরান, ভাগ্য সহায় থাকায় বেঁচে যান। তবে দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে ফেরেন এই ওপেনার (৫)। তারপর আরেক ওপেনার সৌম্য সরকার (১৩) ও কাইল মায়ার্সও (৫) দ্রুত আউট হন। দুজনেই বাজে শটে উইকেট দিয়েছেন।
চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর আশার দেখাচ্ছিলেন সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। এই দুজনের ৭৩ রানের জুটিতে কিছুটা ম্যাচে ফিরে রংপুর। রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রান আউট হন সাইফ (২৬ বলে ৪১)। হাফ সেঞ্চুরির পথে থাকা ইফতিখারও বেশি দূর যেতে পারেননি। ২৯ বলে ৪৬ করে এলবিডব্লিউ হন ডোয়াইন প্রিটোরিয়াসের বলে। একপ্রান্ত ধরে রাখার মতো কেউ ছিলেন না। পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রংপুর।
নুরুল হাসান নেমেই ক্যাচ দেন বোলার ইমরান তাহিরকেই। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ১৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস রংপুরের হারের ব্যবধানই কমিয়েছে শুধু। গুড়াকেশ মোটির বলে অঙ্কন ও কামরুল ইসলাম আউট হলে ১৬৪ রানেই থেমে যায় রংপুরের ইনিংস। প্রিটোরিয়াস ৩টি, মোটি ও তাহির নেন ২টি করে উইকেট।
তার আগে করতে নেমে ৩ ওভারে ২০ রান তোলে গায়ানার দুই ওপেনার জনসন চার্লস ও এভিন লুইস। খালেদ আহমেদ চতুর্থ ওভারে ফেরান লুইসকে (৫)। লুইস ফেরার পর ব্যাট হাতে ঝড় তোলেন চার্লস। ষষ্ঠ ওভারে আজমতউল্লাহ ওমরজাইকে টানা চারটি চার মারেন তিনি। গুরবাজও হাত খুলে খেলেছেন। এই দুজনের পঞ্চাশ ছাড়ানো জুটিতে ১০ ওভারে গায়ানা পৌঁছে যায় ৮০ রানে।
চার্লস ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। গুরবাজ করেন ৩১ বলে। ১৫ তম ওভারে চার্লস রিটায়ার্ড হন ৬৭ রান নিয়ে। গুরবাজকে (৬৬) ফিরিয়ে দেন তাবরাইজ শামসি। এরপর রানের খাতা খোলার আগেই স্টাম্পিংয়ে ফিরেন হেটমায়ার। শেষ দিকে রাদারফোর্ড ১৫ বলে ১৯ ও রোমারিও শেফার্ডের ৯ বলে ২৮ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে গায়ানা পায় ১৯৬ রানের দারুণ সংগ্রহ। রংপুরের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন খালেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার।
রংপুর রাইডার্সের সামনে সুযোগ ছিল গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় শিরোপা জয়ের। গতকাল গায়নায় টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের ফাইনালে ব্যাটিং ব্যর্থতায় সেটি আর বাস্তবে পরিণত হয়নি। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে শিরোপা হারাল নুরুল হাসান সোহানের দল।
প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় গায়ানা। জবাবে ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৫ ওভারে রংপুর গুটিয়ে যায় ১৬৪ রানে।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। ২৯ রানে হারিয়ে বসে তিন টপ অর্ডার। দ্বিতীয় বলেই স্টাম্পিং হতে বসেছিলেন ইব্রাহিম জাদরান, ভাগ্য সহায় থাকায় বেঁচে যান। তবে দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে ফেরেন এই ওপেনার (৫)। তারপর আরেক ওপেনার সৌম্য সরকার (১৩) ও কাইল মায়ার্সও (৫) দ্রুত আউট হন। দুজনেই বাজে শটে উইকেট দিয়েছেন।
চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর আশার দেখাচ্ছিলেন সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। এই দুজনের ৭৩ রানের জুটিতে কিছুটা ম্যাচে ফিরে রংপুর। রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রান আউট হন সাইফ (২৬ বলে ৪১)। হাফ সেঞ্চুরির পথে থাকা ইফতিখারও বেশি দূর যেতে পারেননি। ২৯ বলে ৪৬ করে এলবিডব্লিউ হন ডোয়াইন প্রিটোরিয়াসের বলে। একপ্রান্ত ধরে রাখার মতো কেউ ছিলেন না। পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রংপুর।
নুরুল হাসান নেমেই ক্যাচ দেন বোলার ইমরান তাহিরকেই। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ১৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস রংপুরের হারের ব্যবধানই কমিয়েছে শুধু। গুড়াকেশ মোটির বলে অঙ্কন ও কামরুল ইসলাম আউট হলে ১৬৪ রানেই থেমে যায় রংপুরের ইনিংস। প্রিটোরিয়াস ৩টি, মোটি ও তাহির নেন ২টি করে উইকেট।
তার আগে করতে নেমে ৩ ওভারে ২০ রান তোলে গায়ানার দুই ওপেনার জনসন চার্লস ও এভিন লুইস। খালেদ আহমেদ চতুর্থ ওভারে ফেরান লুইসকে (৫)। লুইস ফেরার পর ব্যাট হাতে ঝড় তোলেন চার্লস। ষষ্ঠ ওভারে আজমতউল্লাহ ওমরজাইকে টানা চারটি চার মারেন তিনি। গুরবাজও হাত খুলে খেলেছেন। এই দুজনের পঞ্চাশ ছাড়ানো জুটিতে ১০ ওভারে গায়ানা পৌঁছে যায় ৮০ রানে।
চার্লস ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। গুরবাজ করেন ৩১ বলে। ১৫ তম ওভারে চার্লস রিটায়ার্ড হন ৬৭ রান নিয়ে। গুরবাজকে (৬৬) ফিরিয়ে দেন তাবরাইজ শামসি। এরপর রানের খাতা খোলার আগেই স্টাম্পিংয়ে ফিরেন হেটমায়ার। শেষ দিকে রাদারফোর্ড ১৫ বলে ১৯ ও রোমারিও শেফার্ডের ৯ বলে ২৮ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে গায়ানা পায় ১৯৬ রানের দারুণ সংগ্রহ। রংপুরের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন খালেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার।
রানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন..
১৪ মিনিট আগেজাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
১৮ মিনিট আগেবাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপ নিয়ে ধীরে ধীরে কাটছিল অনিশ্চয়তা। সূচি প্রকাশ না করা হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছিল।
৪ ঘণ্টা আগে