Ajker Patrika

অলিম্পিক ক্রিকেটে কোন দলগুলো খেলবে, ঠিক করবে আইসিসির ওয়ার্কিং গ্রুপ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৫: ০০
যোগ্যতা নির্ধারণে আইসিসির ওয়ার্কিং গ্রুপ। ফাইল ছবি
যোগ্যতা নির্ধারণে আইসিসির ওয়ার্কিং গ্রুপ। ফাইল ছবি

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের ক্রিকেট কোথায়, কখন হবে তা চূড়ান্ত হয়েছে কদিন আগেই। তবে গেমস ক্রিকেটকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন—পুরুষ ও নারী বিভাগে কোন ছয়টি দল, কিসের ভিত্তিতে অংশ নেবে? এ প্রশ্নের উত্তর খুঁজতেই আইসিসি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে কাজ করবে এই ওয়ার্কিং গ্রুপ।

স্বাগতিক হিসেবে ২০২৮ সালের অলিম্পিক গেমস ক্রিকেটে খেলবে যুক্তরাষ্ট্র। কিন্তু বাকি পাঁচটি দল কোন যোগ্যতায় গেমসে খেলবে, তা চূড়ান্ত করতেই এই ওয়ার্কিং গ্রুপ কাজ করবে। আলোচনায় কোনো কোনো বোর্ডের প্রতিনিধিরা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই দল নির্বাচনকে সবচেয়ে সহজ ও বাস্তবসম্মত মনে করেছেন। আবার কেউ কেউ বাছাইপর্ব আয়োজনের প্রস্তাব দিয়েছেন। কিন্তু সময়স্বল্পতা এবং আইসিসির ভবিষ্যৎ ক্রিকেট সূচির (এফটিপি) সঙ্গে তা সাংঘর্ষিক হতে পারে। তাই সম্ভাব্য সব বিকল্পের কার্যকারিতা যাচাই করে দেখবে ওয়ার্কিং গ্রুপ। সিঙ্গাপুরে চলমান আইসিসির সভায় আজই চূড়ান্ত হতে পারে এই ওয়ার্কিং গ্রুপ।

দুই স্তরের টেস্ট কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও গতকাল আইসিসির সভায় প্রসঙ্গটি নিয়ে আলোচনা হয়নি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে ধারণা করা হচ্ছে, দ্বিস্তরের টেস্ট নিয়ে কাজ করবে ওয়ার্কিং গ্রুপ। তাদের সুপারিশের ভিত্তিতে দ্বিস্তরের টেস্ট চালু নিয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। একইভাবে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সংস্করণেও যদি কোনো পরিবর্তনের প্রয়োজনীতা বোধ করে ওয়ার্কিং কমিটি, তাহলে তারা সুপারিশ দিতে পারবে আইসিসিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত