Ajker Patrika

তামিমের মতো এত ছক্কা মারতে পারেননি কোনো বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক    
বিপিএলে এরই মধ্যে ২৯টি ছক্কা মেরেছেন তানজিদ হাসান তামিম। ছবি: সৌজন্য
বিপিএলে এরই মধ্যে ২৯টি ছক্কা মেরেছেন তানজিদ হাসান তামিম। ছবি: সৌজন্য

প্রথম ছয় ম্যাচে টানা হেরে খাদের কিনারায় আগেই চলে গেছে ঢাকা ক্যাপিটাল। প্লে-অফের আশা নিভু নিভু। কিন্তু নিজেদের পরের চার ম্যাচে ঢাকা হয়ে উঠেছে দুর্বার, তিনটি ম্যাচে পেয়েছে দারুণ জয়। তানজিদ হাসান তামিমের অসাধারণ ব্যাটিংয়ের আজ নিজেদের দশম ম্যাচে চিটাগং কিংসকে ৮ উইকেটে হারিয়েছে তারা। শেষ মুহূর্তে ঢাকার জ্বলে ওঠায় কিছুটা বেকায়দায় অন্যরা।

পয়েন্ট টেবিলের শেষ দুটি স্থানে গড়াগড়ি খাওয়া ঢাকা চিটাগংকে হারিয়ে এক লাফে উঠে গেছে ৪ নম্বরে। ১০ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। বিপরীতে টানা চার ম্যাচ জিতে নিজ শহরে এসেই যেন পথভ্রষ্ট চিটাগং! ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে তারা। চট্টগ্রামে চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে চিটাগং।

দলের অবস্থা যেমনই হোক, তানজিদ তামিম আর লিটন দাসের শৈল্পিক ব্যাটিং উপভোগ করাই এখন ঢাকার সমর্থকেদের সান্ত্বনা। দুজনই চলতি বিপিএলের রান সংগ্রাহকের তালিকায় এক ও দুই নম্বরে এখন। ১০ ম্যাচে তামিমের রান ৪২০, ৯ ম্যাচে লিটনের ৩৪৮। নাজমুল ইসলাম-মোসাদ্দেক হোসেন সৈকতদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চিটাগংকে ৬ উইকেটে ১৪৮ রানে আটকে রাখে ঢাকা। তামিমের ঝোড়ো ৯০-এর সৌজন্যে ১১ বল হাতে রেখেই ১৪৯ রানের জয়ের লক্ষ্য রাখা তাড়া করেছে ঢাকা।

ওপেনিং জুটিতে লিটন-তামিম যোগ করেন ৭৫ রান। নবম ওভারে ২৮ বলে ২৫ রানের মন্থর ইনিংস খেলে লিটন ফিরলে, ভাঙে জয়ের ভিত গড়ে দেওয়া জুটি। আরেকপ্রান্তে ছক্কা-চারের ফুলঝুরি ছুটিয়ে ২৮ বলে ফিফটি তুলে নেন তামিম। উইকেট কিছুটা ধীর গতির দেখে ৫০-ছুঁয়ে কিছুটা দেখেশুনেই ব্যাট চালান। ঝুঁকি না নিয়ে ৫৪ বলে ৯০ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম। মেরেছেন ৭টি ছক্কা ও ৩টি চার।

বিপিএলে এরই মধ্যে ২৯টি ছক্কা হয়ে গেল তামিমের। তাওহীদ হৃদয়কে পেছনে ফেলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বিপিএলের এক সংস্করণে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তাঁর। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৪ ম্যাচে ২৪টি ছক্কা মেরেছিলেন হৃদয়। তার আগে ২০১৯ বিপিএলে কুমিল্লার হয়ে ১৪ ম্যাচে তামিম ইকবাল মেরেছিলেন ২৩টি ছক্কা। তালিকায় এখন তিনি আছেন তিন নম্বরে।

২০২৩ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে সাকিব আল হাসান ১১ ইনিংসে ছক্কা মারেন ২২ টি। ইমরুল কায়েসও মেরেছিলেন সাকিবের সমান ২২টি ছক্কা। ২০১৯ / ২০ বিপিএলে ১৩ ইনিংসে মেরেছিলেন তিনি। তানজিদ তামিমের সুযোগ রয়েছে নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার। লিগ পর্বে আরও দুটি ম্যাচ রয়েছে তাঁদের।

বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কা
নামইনিংসছক্কাবিপিএল
তানজিদ হাসান তামিম১০২৯২০২৫
তাওহীদ হৃদয়১৪২৪২০২৪
তামিম ইকবাল১৪২৩২০১৯
সাকিব আল হাসান১১২২২০২৩
ইমরুল কায়েস১৩২২২০১৯/২০
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত