Ajker Patrika

নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৩
নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ভোর ৪টা ৪৫ মিনিটে অকল্যান্ডে পৌঁছেছেন মুমিনুল হক-মুশফিকুর রহিমরা। করোনার নতুন ধরন ওমিক্রণ দ্রুত ছড়িয়ে পড়ায় নিউজিল্যান্ডে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে বাংলাদেশ দলকে।

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ করে সেদিন রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেয় বাংলাদেশ দল। ৮ ডিসেম্বর দিবাগত রাত একটায় দেশ ছাড়ার পর আজ ভোরে তারা নিউজিল্যান্ডে পৌঁছেছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী কোয়ারেন্টিনে থাকার পর করোনা নেগেটিভ সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল। 

গত সফরের মতো এবার অবশ্য ১৫ দিন কোয়ারেন্টিন করতে হবে না। থাকতে হবে ৭ দিনের কোয়ারেন্টিনে। এই নিয়ে চলতি বছর দ্বিতীয়বার নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। 

তিন সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। সব মিলিয়ে ৩৩ ম্যাচ খেলে প্রতিটিতেই পেয়েছে হারের স্বাদ। সাকিব আল হাসান, তামিম ইকবালকে ছাড়া এবারের বাংলাদেশ দল সেই গেঁরো খুলতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত