Ajker Patrika

ম্যাচ হেরেও যেখানে ‘সান্ত্বনা’ খুঁজছেন রশিদ 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৪: ২০
Thumbnail image

রশিদ খানের কাছে ‘মিশ্র অনুভূতির’ এক দিনই ছিল গতকাল। বোলার হিসেবে সফলতা পেলেও অধিনায়ক হিসেবে দিনটা নিজের করে নিতে পারেননি। ম্যাচ হারার পর নিজের বোলিং থেকে ‘সান্ত্বনা’ খুঁজছেন আফগানিস্তানের এই লেগস্পিনার। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স-কলকাতা নাইট রাইডার্স। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে গুজরাটকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। প্রথমে খরুচে বোলিং করলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। কলকাতার ইনিংসের ১৭তম ওভার বোলিংয়ে এসে করেছেন হ্যাটট্রিক। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর—এই তিন ব্যাটারকে ফিরিয়ে আইপিএলে গুজরাট টাইটান্সের প্রথম হ্যাটট্রিক এনে দেন রশিদ। শেষ পর্যন্ত গুজরাট ৩ উইকেটে ম্যাচ হারলেও পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর আশা রশিদের। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে আফগানিস্তানের এই লেগস্পিনার লিখেছেন, ‘আইপিএলে হ্যাটট্রিক করতে পেরে খুশি। ম্যাচ হেরে গেলেও আরও ম্যাচ জিতব। খেলাধুলা আমাদেরকে সব সময় নিজের ওপর বিশ্বাস রাখতে শেখায়। আজ (গতকাল) তার একটা উদাহরণ। ফলাফল নিয়ে হতাশ তবে আমরা ফিরে আসব।’ 

আইপিএল ইতিহাসে ২৩তম বোলার হিসেবে গতকাল হ্যাটট্রিক করেছেন রশিদ। আর কলকাতার বিপক্ষে চতুর্থ হ্যাটট্রিক করা বোলার রশিদ। তাঁর আগে মাখায়া এনটিনি, প্রবীণ তাম্বে, যুজভেন্দ্র চাহাল—এই তিন বোলার হ্যাটট্রিক করেন কলকাতার বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত