Ajker Patrika

কুমিল্লার ডু প্লেসিকে কিনে নিল বেঙ্গালুরু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪০
কুমিল্লার ডু প্লেসিকে কিনে নিল বেঙ্গালুরু

প্রথমবার বিপিএলে খেলতে এসে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলছেন ফাফ ডু প্লেসি। গতকাল খুলনা টাইগার্সকে হারিয়ে এর মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে কুমিল্লা। বাংলাদেশে থেকে এবার আরেকটি সুখবর পেলেন ডু প্লেসি।

আইপিএলের মেগা নিলাম থেকে আজ ডু প্লেসিকে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁর দাম উঠেছে ৭ কোটি রুপি। ডু প্লেসির আগের দল চেন্নাই অনেক চেষ্টা করেও কিনতে পারেনি তাঁকে। নিলামের প্রথম দিনে এখন পর্যন্ত দশজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

৮ কোটি ২৫ লাখ রুপিতে শিখর ধাওয়ানকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। নিলামের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে ৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। অন্যদিকে প্যাট কামিন্সকে নিলাম থেকে ধরে রাখতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। ৭ কোটি ২৫ লাখ রুপিতে আবারও অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে কিনেছে কলকাতা। 

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদাকে কিনেছে পাঞ্জাব। নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টকে দলে ভিড়িয়েছে রাজস্থান। ১২ কোটি ২৫ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালসের সাবেক অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে কিনেছে কলকাতা। ৬ কোটি ৭৫ লাখ রুপিতে উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কককে কিনে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। ৬ কোটি ২৫ লাখ রুপিতে দিল্লি কিনেছে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত