Ajker Patrika

রানে মুশফিক এগিয়ে, বোল্ড হয়েও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২: ৪১
রানে মুশফিক এগিয়ে, বোল্ড হয়েও

মিরপুর টেস্টে গতকালই একটা মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে নাম লিখিয়েছেন ৬ হাজারি ক্লাবে। ৬০০০ রান পূর্ণ করার পরদিন, অর্থাৎ আজ আরেকটি রেকর্ড হয়েছে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারের—এই রেকর্ডটা অবশ্য তাঁর জন্য কিছুটা অস্বস্তির। টেস্টে বাংলাদেশে সবচেয়ে বেশি বোল্ড হওয়া ব্যাটার তিনিই।  

ভারতের বিপক্ষে কানপুর টেস্টে দুই ইনিংসেই জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়েছিলেন মুশফিক। মিরপুরে তিনি হয়ে গেলেন কাগিসো রাবাদার ‘প্রিয়’ শিকার। দুবারই তিনি বোল্ড প্রোটিয়া ফাস্ট বোলারের বিপক্ষে। আজ সকালে দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার ইন-কাটারে ড্রাইভ খেলতে গিয়ে বোল্ড হন মুশফিকুর। প্রথম ইনিংসেও রাবাদার একই ধরনের বল মোকাবিলায় স্ট্যাম্প উড়ে যায়। এ নিয়ে  টানা চার ইনিংসে বোল্ড আউট হয়ে ফিরলেন মুশফিক। ১৯ বছরের ক্যারিয়ারে টেস্টে তিনি বোল্ড হয়েছেন ৩৭বার—বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যেটি সর্বোচ্চ।  

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেকনিকে সবচেয়ে আঁটসাঁট মুশফিক অবশ্য বোল্ডের পরিসংখ্যানে সান্ত্বনা খুঁজে পেতে পারেন কিংবদন্তি ক্রিকেটারদের কাছ থেকে। টেস্টে সবচেয়ে বেশি ৫৫ বার বোল্ড হয়েছিলেন ‘দ্য ওয়াল’। ৫৪ বার বোল্ড হয়ে দ্বিতীয় স্থানে শচীন টেন্ডুলকার আর তিনে আছেন অস্ট্রেলিয়ার গ্রেট অ্যালান বোর্ডার, যিনি বোল্ড হয়েছেন ৫৩ বার। 

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ১৯১ রান করার পর টানা চারটি টেস্টে ব্যর্থতার বৃত্তে আটকা পড়েছেন মুশফিক। তাঁর কাছে একটা বড় ইনিংস আবার পাওনাই হয়ে গেছে বাংলাদেশ দলের।

টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি বোল্ড মুশফিক

ব্যাটার                       বোল্ড
মুশফিকুর রহিম*           ৩৭  
তামিম ইকবাল              ২৪  
মাহমুদউল্লাহ রিয়াদ        ২০  
সাকিব আল হাসান        ১৭  
তাইজুল ইসলাম*          ১৭

*মিরপুরে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত