দ্বিপক্ষীয় সিরিজে ১০ বছরেরও বেশি সময় মুখোমুখি হচ্ছে না ভারত-পাকিস্তান। আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচকে ঘিরে তাই ভক্ত-সমর্থকদের আগ্রহ একটু বেশি থাকে। এবার জানা গেল দুই দলের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু।
আনুষ্ঠানিকভাবে আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফির সূচি আইসিসি এখনো প্রকাশ করেনি ঠিকই। তবে ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ৮ দলের ১৫ ম্যাচের যে টুর্নামেন্ট হবে, সেখানে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ক্রিকবাজ আরও জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি এরই মধ্যে আইসিসিকে পাঠিয়ে দিয়েছে। ম্যাচগুলোর তারিখ নিয়ে এখনো চিন্তা ভাবনা চলছে। সবচেয়ে বেশি ৭ ম্যাচ হবে লাহোরে। রাওয়ালপিন্ডি ও করাচিতে চ্যাম্পিয়নস ট্রফির ৫ ও ৩ ম্যাচ। খসড়া সূচি অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা করাচিতে। সেমিফাইনাল দুটি হতে পারে করাচি ও রাওয়ালপিন্ডিতে। ফাইনাল হবে লাহোরে। এই লাহোরেই ভারতের সব ম্যাচ হওয়ার কথা। যদি ভারত সেমিতে ওঠে, তাহলে সেমিও লাহোরে হওয়ার সম্ভাবনার কথা জানা গেছে ক্রিকবাজের প্রতিবেদনে।
নিউইয়র্কে গত রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের কাছে ৬ রানে হেরেছে পাকিস্তান। একই দিন সকালে ক্রিকবাজ চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য সূচি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে মিনি বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টটি। বিভিন্ন বোর্ডের সূত্রের সঙ্গে আইসিসির যোগাযোগ হয়েছে বলে জানিয়েছিল ক্রিকবাজ। প্রথমে ধারণা করা হয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফি শুক্রবার শুরু হয়ে শেষ হবে রোববার। তবে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি বুধবার এবং ৯ মার্চ রোববার।
পাকিস্তানে যেকোনো টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা থাকলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বাগড়া দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ‘হাইব্রিড’ মডেলে হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলে যেন হয়, এমনটাই ভারতীয় বোর্ড চাচ্ছে বলে শোনা গেছে। যদিও পিসিবি অথবা আইসিসির কেউ হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা করেনি। শেষ মুহূর্তে যেকোনো কিছু পরিবর্তন হওয়ার ব্যাপারটিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব কিছুই নির্ভর করছে বিসিসিআই ও ভারত সরকারের ওপর।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সব ম্যাচ যে লাহোরে দেওয়ার চিন্তাভাবনা, তা নিয়ে প্রতিবেদন মে মাসে প্রকাশ করেছিল ক্রিকইনফো। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্য খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার।
আরও পড়ুন:
দ্বিপক্ষীয় সিরিজে ১০ বছরেরও বেশি সময় মুখোমুখি হচ্ছে না ভারত-পাকিস্তান। আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচকে ঘিরে তাই ভক্ত-সমর্থকদের আগ্রহ একটু বেশি থাকে। এবার জানা গেল দুই দলের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু।
আনুষ্ঠানিকভাবে আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফির সূচি আইসিসি এখনো প্রকাশ করেনি ঠিকই। তবে ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ৮ দলের ১৫ ম্যাচের যে টুর্নামেন্ট হবে, সেখানে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ক্রিকবাজ আরও জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি এরই মধ্যে আইসিসিকে পাঠিয়ে দিয়েছে। ম্যাচগুলোর তারিখ নিয়ে এখনো চিন্তা ভাবনা চলছে। সবচেয়ে বেশি ৭ ম্যাচ হবে লাহোরে। রাওয়ালপিন্ডি ও করাচিতে চ্যাম্পিয়নস ট্রফির ৫ ও ৩ ম্যাচ। খসড়া সূচি অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা করাচিতে। সেমিফাইনাল দুটি হতে পারে করাচি ও রাওয়ালপিন্ডিতে। ফাইনাল হবে লাহোরে। এই লাহোরেই ভারতের সব ম্যাচ হওয়ার কথা। যদি ভারত সেমিতে ওঠে, তাহলে সেমিও লাহোরে হওয়ার সম্ভাবনার কথা জানা গেছে ক্রিকবাজের প্রতিবেদনে।
নিউইয়র্কে গত রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের কাছে ৬ রানে হেরেছে পাকিস্তান। একই দিন সকালে ক্রিকবাজ চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য সূচি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে মিনি বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টটি। বিভিন্ন বোর্ডের সূত্রের সঙ্গে আইসিসির যোগাযোগ হয়েছে বলে জানিয়েছিল ক্রিকবাজ। প্রথমে ধারণা করা হয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফি শুক্রবার শুরু হয়ে শেষ হবে রোববার। তবে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি বুধবার এবং ৯ মার্চ রোববার।
পাকিস্তানে যেকোনো টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা থাকলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বাগড়া দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ‘হাইব্রিড’ মডেলে হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলে যেন হয়, এমনটাই ভারতীয় বোর্ড চাচ্ছে বলে শোনা গেছে। যদিও পিসিবি অথবা আইসিসির কেউ হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা করেনি। শেষ মুহূর্তে যেকোনো কিছু পরিবর্তন হওয়ার ব্যাপারটিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব কিছুই নির্ভর করছে বিসিসিআই ও ভারত সরকারের ওপর।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সব ম্যাচ যে লাহোরে দেওয়ার চিন্তাভাবনা, তা নিয়ে প্রতিবেদন মে মাসে প্রকাশ করেছিল ক্রিকইনফো। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্য খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার।
আরও পড়ুন:
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
২ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
৪ ঘণ্টা আগে