Ajker Patrika

ভারতের বিপক্ষে জিততে বাবরদের যে পরামর্শ দিলেন ইনজামাম

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ভারত-পাকিস্তানের শেষ লড়াইয়ে জয় পেয়েছে পাকিস্তান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল শাহিন শাহ আফ্রিদির। ভারতীয় দলের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার এই পেসার চোটে ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। তাঁর চোট পাকিস্তানের জন্য বিশাল ক্ষতির। শাহিনের অনুপস্থিতিতে এশিয়া কাপে ভারতের বিপক্ষে জিততে পেসারদের বাড়তি অবদান রাখার পরামর্শ দিলেন ইনজামাম উল হক।

২৭ তারিখ শুরু হচ্ছে এশিয়া কাপ। একদিন পরেই টুর্নামেন্টের হেভিওয়েট ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ধ্রুপদি লড়াই। ভারতের বিপক্ষে টানা জয়ের জন্য বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের কি করতে হবে সে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম। দলের সেরা বোলার শাহিন না থাকায় অন্য বোলারদের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সাবেক ব্যাটার বলেছেন, ‘শাহিনের না থাকা দলের জন্য বড় ধাক্কা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সে কেমন বল করেছিল তা সবাই দেখেছে। চোট লাগতেই পারে। তার অনুপস্থিতিতে বাকি বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। ভারত একবার ভালো শুরু করলে ওদের আটকানো মুশকিল হবে।’

পাকিস্তান যে বাবরের ওপর অতিরিক্ত নির্ভরশীল সে বিষয়েও কথা বলেছেন ইনজামাম। অধিনায়কের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। ইনজামাম বলেছেন, ‘বাবর পাকিস্তানের সেরা ব্যাটার। তাই ওকে সবাই আউট করার চেষ্টা করে। যদি বাবর তাড়াতাড়ি আউট হয় তবে অন্যদের দায়িত্ব নিতে হবে। এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একজনের ওপর ভরসা করে ম্যাচ জেতা যায় না। বাবরের নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত