Ajker Patrika

পাওয়ার-প্লেতে দুই উইকেট নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাওয়ার-প্লেতে দুই উইকেট নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ

১৬০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২৩ রানে দুই উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। দ্রুত দুই ওপেনার মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউডকে ফিরিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ দল। ৯ ওভারে ২ উইকেটে স্কোরে ৬৮ রান জমা করেছে তারা। বিক্রমজিৎ সিং ২৬ ও ১২ রানে অপরাজিত সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।

পাওয়ার-প্লের প্রথম ৪ ওভারে বোলারকে ব্যবহার করেছে বাংলাদেশ। সফল হননি কেউই। নিজের দ্বিতীয় ওভারে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন তাসকিন আহমেদ। কাভারে তাওহিদ হৃদয়কে লেভিট ফেরেন ১৬ বলে ১৮ রানে। ষষ্ঠ ওভারে ফিরতি ক্যাচে ম্যাক্স ও’ডাউডকে ফেরান তানজিম হাসান সাকিব।

তার আগে সাকিব আল হাসানের ফিফটিতে ডাচদের ১৬০ রানের রেকর্ড লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে টি-টোয়েন্টি সর্বোচ্চ ১৫৯ স্কোর জমা করেছে বাংলাদেশ। ২০১৩ সালে পাকিস্তান করেছিল ১৫৮ রান। 

সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ফিফটি করেছিলেন সাকিব। তারপর টি-টোয়েন্টিতে আরেকটি ফিফটি পেতে সাকিবের অপেক্ষা ২০ মাস, ২০ ইনিংসের। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৬ বলে ৯টি চারে ৬৪ রান করেন সাকিব। ১৩তম টি-টোয়েন্টি ফিফটি করে ফেরিয়ে গেছেন আড়াই হাজার রানও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত