ক্রীড়া ডেস্ক
৮ বলে যখন নেপালের ১৬ রান প্রয়োজন, ঠিক তখনই বিগ স্ক্রিনে দেখা গেল নেপালের এক সমর্থক তাঁর সঙ্গীকে ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দিলেন। এটা যে হতাশা থেকে, সেটা স্পষ্ট বোঝা গিয়েছিল। কারণ এর আগে ৬ বলে ১ রান করতেই ৩ উইকেট হারিয়েছে নেপাল।
জায়ান্ট স্ক্রিনের ওই দৃশ্যের পরের বলেই অবশ্য ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সোমপাল কামি। ৭ বলে তখন নেপালের প্রয়োজন ১০ রান। শেষ বলে ২ রান নিলে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৮ রান। কিন্তু শেষে চূড়ান্ত সমীকরণটা আর মেলাতে পারেনি নেপাল।
শেষ বলে ২ রান লাগলে ব্যাটে লাগাতে না পারলে ম্যাচ টাই করতে গিয়ে দুর্ভাগ্যবশত রানআউট হন স্ট্রাইক প্রান্তের ব্যাটার গুলশান ঝা। আর এতে ১ রানের হারে হতাশা চেপে বসে পুরো নেপাল দল ও সমর্থকদের চোখেমুখে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও সেই হতাশা ঝরল নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের কণ্ঠে।
তবে শেষ ম্যাচে এই হতাশা মিলিয়ে দিতে চান বলে জানিয়েছেন পাউডেল। তাই বাংলাদেশকে হারানোর এক রকম হুমকিই দিয়ে রাখলেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা পরিস্থিতি নিয়ে সচেতন। আজ জিতলে বাংলাদেশ ম্যাচটা আমাদের কাছে পরিষ্কার নকআউট হয়ে যেত। এটা বাদেও সামনের ম্যাচও আমাদের জন্য গৌরবেরই হবে। আমরা টেস্ট খেলুড়ে দলকে হারাতে চেয়েছি। এটা আজ হয়নি। আমরা পরের ম্যাচেও সেটাই চাই। আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি, সেটা ধরে রাখতে চাই।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততেও হারতে হয়েছে নেপালকে। ব্যাটে-বলে দুর্দান্ত এই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামতে চান পাউডেল। নেপাল অধিনায়ক বলেছেন, ‘আমরা যেভাবে ব্যাটিং-বোলিং করেছি, বাংলাদেশের বিপক্ষে আমাদের আত্মবিশ্বাসী হয়ে নামতে সহায়তা করবে।’ আগামী ১৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে সেন্ট ভিনসেন্টের ম্যাচে নেপালের অধিনায়কের জবাব দিতে পারবে কি না বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।
৮ বলে যখন নেপালের ১৬ রান প্রয়োজন, ঠিক তখনই বিগ স্ক্রিনে দেখা গেল নেপালের এক সমর্থক তাঁর সঙ্গীকে ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দিলেন। এটা যে হতাশা থেকে, সেটা স্পষ্ট বোঝা গিয়েছিল। কারণ এর আগে ৬ বলে ১ রান করতেই ৩ উইকেট হারিয়েছে নেপাল।
জায়ান্ট স্ক্রিনের ওই দৃশ্যের পরের বলেই অবশ্য ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সোমপাল কামি। ৭ বলে তখন নেপালের প্রয়োজন ১০ রান। শেষ বলে ২ রান নিলে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৮ রান। কিন্তু শেষে চূড়ান্ত সমীকরণটা আর মেলাতে পারেনি নেপাল।
শেষ বলে ২ রান লাগলে ব্যাটে লাগাতে না পারলে ম্যাচ টাই করতে গিয়ে দুর্ভাগ্যবশত রানআউট হন স্ট্রাইক প্রান্তের ব্যাটার গুলশান ঝা। আর এতে ১ রানের হারে হতাশা চেপে বসে পুরো নেপাল দল ও সমর্থকদের চোখেমুখে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও সেই হতাশা ঝরল নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের কণ্ঠে।
তবে শেষ ম্যাচে এই হতাশা মিলিয়ে দিতে চান বলে জানিয়েছেন পাউডেল। তাই বাংলাদেশকে হারানোর এক রকম হুমকিই দিয়ে রাখলেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা পরিস্থিতি নিয়ে সচেতন। আজ জিতলে বাংলাদেশ ম্যাচটা আমাদের কাছে পরিষ্কার নকআউট হয়ে যেত। এটা বাদেও সামনের ম্যাচও আমাদের জন্য গৌরবেরই হবে। আমরা টেস্ট খেলুড়ে দলকে হারাতে চেয়েছি। এটা আজ হয়নি। আমরা পরের ম্যাচেও সেটাই চাই। আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি, সেটা ধরে রাখতে চাই।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততেও হারতে হয়েছে নেপালকে। ব্যাটে-বলে দুর্দান্ত এই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামতে চান পাউডেল। নেপাল অধিনায়ক বলেছেন, ‘আমরা যেভাবে ব্যাটিং-বোলিং করেছি, বাংলাদেশের বিপক্ষে আমাদের আত্মবিশ্বাসী হয়ে নামতে সহায়তা করবে।’ আগামী ১৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে সেন্ট ভিনসেন্টের ম্যাচে নেপালের অধিনায়কের জবাব দিতে পারবে কি না বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২৮ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে