Ajker Patrika

ওয়াকারের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ রমিজ জুনিয়রের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৩ জুলাই ২০২২, ২৩: ৪৬
Thumbnail image

ওয়াকার ইউনিসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ যেন থামছেই না। কিছুদিন আগে আহমেদ শেহজাদ অভিযোগ করেছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে। এবার রমিজ রাজা জুনিয়রের অভিযোগ, প্রধান কোচ থাকাকালীন পাঞ্জাব ও করাচির খেলোয়াড়দের মধ্য বৈষম্য করতেন সাবেক এই কিংবদন্তি ফাস্ট বোলার। 

পাকিস্তান জাতীয় দলের হয়ে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রমিজ। ২০১১ সালে তিনি একমাত্র আন্তর্জাতিক সফর করেছিলেন জিম্বাবুয়েতে। সে সফরে তিনি ওয়াকারের কাছে রূঢ় আচরণ পেয়েছিলেন বলে দাবি করেছেন। রমিজ স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘করাচির বাসিন্দা হওয়াতে তিনি আমাকে কটূক্তি করেছিলেন। সফরটি আমার কাছে ভয়ংকর হয়ে উঠেছিল। ফলে বাড়ি ফিরে যেতে চেয়েছিলাম।’ 

রমিজকে দলে জায়গা ধরে রাখতে পাঞ্জাবি ভাষা শিখতে বলেছিলেন ওয়াকার। এ বিষয়ে রমিজ বলেছেন, ‘তিনি আমাকে দলে জায়গা ধরে রাখতে পাঞ্জাবি ভাষা শিখতে বলেছিলেন। তারা সভায় এ ভাষাই ব্যবহার করতেন। পাঞ্জাবি ভাষা বলতে না পারায় তিনি আমাকে পেসার সোহেল খানের সঙ্গে অনুশীলনও করতে দেননি। উল্টো আমাকে বলেছেন এটা করাচি দল না।’ 

শেহজাদের অভিযোগ ছিল ওয়াকার তাঁর ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। কিংবদন্তি পেসার কোচ থাকাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তাঁর নামে মিথ্যা প্রতিবেদন দিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত