Ajker Patrika

চোটে আইএল টি২০ শেষ হলেও শামারকে লুফে নিল পিএসএলের পেশোয়ার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১২: ২৮
চোটে আইএল টি২০ শেষ হলেও শামারকে লুফে নিল পিএসএলের পেশোয়ার

শামার জোসেফ—ক্রিকেটপ্রেমীদের কাছে নামটি এখন আর অপরিচিত নয়। মাত্র দুই টেস্টে নিজেকে চিনিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ পেসার। গায়ানার এক দুর্গম গ্রাম থেকে উঠে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি বল হাতে ব্রিসবেন টেস্টে তিনি যা করেছেন, সেটিতেই লেখা হয়ে গেছে ক্যারিবীয় ক্রিকেটের নতুন ইতিহাস। 
 
গ্যাবায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিচেল স্টার্কের এক ইয়র্কার সরাসরি তাঁর বৃদ্ধাঙ্গুলে লেগেছিল। সেই চোটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েই নামতে পারেননি। কিন্তু চতুর্থ দিন পেইনকিলার নিয়ে মাঠে নেমে বল হাতে করেন বাজিমাত। মাত্র ৭১ বল করে ৬২ রান দিয়ে নেন ৭ উইকেট। ঘণ্টায় করেন ১৫০ কিলোমিটার গতিতে বল! তাঁর দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সিরিজ ১-১ ব্যবধানে সমতায় ফেরে হোয়াইটওয়াশ এড়ায় উইন্ডিজ। 

সফরকারীরা ২১ বছর পর টেস্টে জয়ের মুখ দেখে অজিদের বিপক্ষে। আর অস্ট্রেলিয়ার মাটিতে পায় ২৭ বছর পর জয়। এর আগে অ্যাডিলেডে এই সিরিজে অভিষেক টেস্ট খেলতে নেমেও অসাধারণ বোলিং স্পেলে প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। ক্যারিয়ারের প্রথম বলে ফেরান স্টিভেন স্মিথকে। আর ব্রিসবেনে সেই পারফরম্যান্সেরই পুনরাবৃত্তি। উইন্ডিজকে ঐতিহাসিক জয় এনে দিয়ে এখন প্রশংসায় ভাসছেন শামার। 

তবে এই ২৪ বছর বয়সী পেসারের খেলা হচ্ছে না সংযুক্ত আরব আমিরাতের আইএলটিটোয়েন্টিতে। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল শামারের। কিন্তু গ্যাবায় পাওয়া সেই বৃদ্ধাঙ্গুলের চোট তাঁকে ছিটকে দিয়েছে আইএলটিটোয়েন্টি থেকে। যদিও স্ক্যান করে জানা গেছে, কোনো ‘ফ্র্যাকচার’ ধরা পড়েনি আঙুলে। 

অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে আইএলটিটোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালসের সঙ্গে চুক্তি করেছিলেন শামার। সিরিজ শেষে সরাসরি সেখানে যোগ দেওয়ার কথা। তবে চোটের কারণে এখন তাঁকে অস্ট্রেলিয়া থেকে সরাসরি বাড়ি ফিরতে হচ্ছে। 

আইএলটিটোয়েন্টিতে খেলার সুযোগ হারালেও অবশ্য নতুন সুসংবাদ পেয়েছেন শামার। অজিদের বিপক্ষে যেভাবে বোলিং করেছেন, তাঁকে যে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নিতে চাইবেন। সেটিই হয়েছে। পেয়েছেন পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) ডাক। পেশোয়ার জালমির সঙ্গে চুক্তি করেছেন গ্যাবার নায়ক। সুস্থ হয়েই সরাসরি পাকিস্তানে চলে যাবেন তিনি। 

১৭ ফেব্রুয়ারি থেকে শুরু পিএসএল নতুন সংস্করণে ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনের আংশিক বদলি হিসেবে শামারকে দলে নিয়েছে জালমি। আজ এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। তবে অ্যাটকিনসন ফিরলেও পুরো টুর্নামেন্টে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকবেন তিনি। আপাতত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে আছেন অ্যাটকিনসন। এই সিরিজ শেষ হবে ১১ মার্চ, যার কারণে এই ইংলিশ পেসারকে শুরুতে পাবে না জালমি। 

ব্রিসবেন টেস্টে উইন্ডিজকে জয় এনে দেওয়ার পর শামার জানিয়েছিলেন, টি-টোয়েন্টির চেয়ে তাঁর প্রাধান্য থাকবে টেস্টে। সর্বদা জাতীয় দলের ‘ডিউটি’ পালন করে যাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত