ভারতের জিততে ২ রান আর সেঞ্চুরির জন্য বিরাট কোহলির প্রয়োজন ছিল ৩ রান। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ছক্কা মেরে এক ঢিলে দুই পাখি মারলেন কোহলি। ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
ম্যাচ-সেরার পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বাসের আগে ‘দুঃখ’ প্রকাশের সুর ছিল কোহলির কণ্ঠে। রবীন্দ্র জাদেজার সামনে দিয়েই যেন পুরস্কার ‘চুরি’ করেছেন কিং কোহলি! দুর্দান্ত সেঞ্চুরির পর তাঁর ম্যাচ-সেরা হওয়া ছিল অবধারিত। কিন্তু কোহলির কাছে এই ম্যাচের সেরা জাদেজা।
১০ ওভারে ৩৮ রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন জাদেজা। দুর্দান্ত ক্যাচে ফিরিয়েছেন থিতু হওয়া মুশফিকুর রহিমকে। বোলিংয়ে ফেরালেন ফিফটি করা লিটন দাস ও ভারত ম্যাচে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
তাই ম্যাচ-সেরার পুরস্কার নিতে গিয়ে জাদেজাকে ‘দুঃখিত’ বললেন কোহলি, ‘দুঃখিত জাদ্দু, (জাদেজা) তোমার ম্যাচ-সেরার পুরস্কার ছিনিয়ে নেওয়ার জন্য। আমি চেয়েছিলাম বড় রান করতে। এই বিশ্বকাপে অর্ধশত রান করেছি (সেঞ্চুরি করতে চেয়েছি)। আমি চেয়েছি ম্যাচ শেষ করে আসতে। সেই লক্ষ্য নিয়েই খেলেছিলাম।’
৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে সচরাচর দেখেশুনেই ইনিংস শুরু করেন কোহলি। অনেক সময় দ্রুত উইকেট পড়লে চাপ নিয়েই ব্যাটিং করতে হয় তাঁকে। বাংলাদেশের বিপক্ষে তাঁর ইনিংসের শুরুটা ছিল দুর্দান্ত, যেটা অন্য অনেক সময়ের চেয়ে বিপরীতই বলা যায়।
যেমন শুরু কল্পনাও করতে পারেননি কোহলি। ১৩তম ওভারের চতুর্থ বলে রোহিত শর্মাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। ব্যাটিংয়ে নামেন কোহলি, প্রথম বলে মিড উইকেটে ফ্লিক করে দৌড়ে দুই রান নেন। পরে থার্ড আম্পায়ার জানিয়েছেন, বলটি বৈধ ছিল না (নো বল)। তাই পেয়ে যান ফ্রি-হিট। ব্যাটিংয়ের শুরুতেই হাত খুলে খেলার সুযোগ পেয়ে গেলেন।
কোহলিও পুরোপুরি ফায়দা লুটলেন মিড অন দিয়ে চার মেরে। কিন্তু বোলিং করার সময় আবারও পা পপিং ক্রিজের বাইরে চলে যায় হাসানের। আবারও নো বল ঘোষণা করেন আম্পায়ার, আবারও ফ্রি-হিট। এবার হাসানকে ছক্কাই মারলেন কোহলি। এমন শুরুর পর আর পেছনে ফেরে তাকাতে হয়নি তাঁকে। ৯৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৩ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।
কোহলির মতে, এটি ছিল স্বপ্নের মতো শুরু। বলেছেন, ‘(ইনিংসের শুরুতেই ফ্রি-হিট ও বাউন্ডারি) শুভমানকে (গিল) বলেছিলাম শুরুটা ভালো হয়েছে। স্বপ্নেও এমন কিছু দেখলে নিজেকে বলতাম, এসব বাদ দিয়ে আবার ঘুমিয়ে পড়ো। আমার শুরুটা স্বপ্নের মতোই হয়েছে। প্রথম ৪ বলে ২টি ফ্রি-হিট, যেখানে ১টি করে চার ও ছক্কা। যা ইনিংস সাজাতে আমাকে মানসিকভাবে স্থির রেখেছে।’ ২৮৫তম ম্যাচে ৪৮তম ওয়ানডে সেঞ্চুরি করেছেন কোহলি। তিন সংস্করণ মিলিয়ে ৭৮তম সেঞ্চুরি।
ভারতের জিততে ২ রান আর সেঞ্চুরির জন্য বিরাট কোহলির প্রয়োজন ছিল ৩ রান। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ছক্কা মেরে এক ঢিলে দুই পাখি মারলেন কোহলি। ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
ম্যাচ-সেরার পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বাসের আগে ‘দুঃখ’ প্রকাশের সুর ছিল কোহলির কণ্ঠে। রবীন্দ্র জাদেজার সামনে দিয়েই যেন পুরস্কার ‘চুরি’ করেছেন কিং কোহলি! দুর্দান্ত সেঞ্চুরির পর তাঁর ম্যাচ-সেরা হওয়া ছিল অবধারিত। কিন্তু কোহলির কাছে এই ম্যাচের সেরা জাদেজা।
১০ ওভারে ৩৮ রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন জাদেজা। দুর্দান্ত ক্যাচে ফিরিয়েছেন থিতু হওয়া মুশফিকুর রহিমকে। বোলিংয়ে ফেরালেন ফিফটি করা লিটন দাস ও ভারত ম্যাচে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
তাই ম্যাচ-সেরার পুরস্কার নিতে গিয়ে জাদেজাকে ‘দুঃখিত’ বললেন কোহলি, ‘দুঃখিত জাদ্দু, (জাদেজা) তোমার ম্যাচ-সেরার পুরস্কার ছিনিয়ে নেওয়ার জন্য। আমি চেয়েছিলাম বড় রান করতে। এই বিশ্বকাপে অর্ধশত রান করেছি (সেঞ্চুরি করতে চেয়েছি)। আমি চেয়েছি ম্যাচ শেষ করে আসতে। সেই লক্ষ্য নিয়েই খেলেছিলাম।’
৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে সচরাচর দেখেশুনেই ইনিংস শুরু করেন কোহলি। অনেক সময় দ্রুত উইকেট পড়লে চাপ নিয়েই ব্যাটিং করতে হয় তাঁকে। বাংলাদেশের বিপক্ষে তাঁর ইনিংসের শুরুটা ছিল দুর্দান্ত, যেটা অন্য অনেক সময়ের চেয়ে বিপরীতই বলা যায়।
যেমন শুরু কল্পনাও করতে পারেননি কোহলি। ১৩তম ওভারের চতুর্থ বলে রোহিত শর্মাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। ব্যাটিংয়ে নামেন কোহলি, প্রথম বলে মিড উইকেটে ফ্লিক করে দৌড়ে দুই রান নেন। পরে থার্ড আম্পায়ার জানিয়েছেন, বলটি বৈধ ছিল না (নো বল)। তাই পেয়ে যান ফ্রি-হিট। ব্যাটিংয়ের শুরুতেই হাত খুলে খেলার সুযোগ পেয়ে গেলেন।
কোহলিও পুরোপুরি ফায়দা লুটলেন মিড অন দিয়ে চার মেরে। কিন্তু বোলিং করার সময় আবারও পা পপিং ক্রিজের বাইরে চলে যায় হাসানের। আবারও নো বল ঘোষণা করেন আম্পায়ার, আবারও ফ্রি-হিট। এবার হাসানকে ছক্কাই মারলেন কোহলি। এমন শুরুর পর আর পেছনে ফেরে তাকাতে হয়নি তাঁকে। ৯৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৩ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।
কোহলির মতে, এটি ছিল স্বপ্নের মতো শুরু। বলেছেন, ‘(ইনিংসের শুরুতেই ফ্রি-হিট ও বাউন্ডারি) শুভমানকে (গিল) বলেছিলাম শুরুটা ভালো হয়েছে। স্বপ্নেও এমন কিছু দেখলে নিজেকে বলতাম, এসব বাদ দিয়ে আবার ঘুমিয়ে পড়ো। আমার শুরুটা স্বপ্নের মতোই হয়েছে। প্রথম ৪ বলে ২টি ফ্রি-হিট, যেখানে ১টি করে চার ও ছক্কা। যা ইনিংস সাজাতে আমাকে মানসিকভাবে স্থির রেখেছে।’ ২৮৫তম ম্যাচে ৪৮তম ওয়ানডে সেঞ্চুরি করেছেন কোহলি। তিন সংস্করণ মিলিয়ে ৭৮তম সেঞ্চুরি।
এক শ দিনের বেশি সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঠের বাইরের এই দীর্ঘ বিরতিতে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিয়ে দেখা দিয়েছে সংশয়। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হবে...
১৫ মিনিট আগেযা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।
১১ ঘণ্টা আগে২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।
১২ ঘণ্টা আগেএইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
১৩ ঘণ্টা আগে