Ajker Patrika

রিভিউ বিতর্কে ১১ বছর আগের ঝাল মেটালেন আজমল 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৬: ৩৩
রিভিউ বিতর্কে ১১ বছর আগের ঝাল মেটালেন আজমল 

কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ডিন এলগারের রিভিউ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রবিচন্দ্রন অশ্বিনের বলে আম্পায়ার শুরুতে আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান এলগার। রিভিউতে দেখা যায় বল স্টাম্পের ওপর দিয়ে যাচ্ছে। এমন সিদ্ধান্ত মানতে পারছেন না বিরাট কোহলি-অজিঙ্কা রাহানেরা। এ নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল। 

২০১১ সালের বিশ্বকাপের সেমিফাইনালে শচীন টেন্ডুলকারের নেওয়া রিভিউর সঙ্গে এলগারের রিভিউয়ের তুলনা করেন আজমল। তিনি বলেন, ‘যখন ২০১১ বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের আউটটা রিভিউর পর বাতিল হয়েছিল, তখন আমাকে প্রযুক্তির ওপর ভরসা রাখতে বলা হয়েছিল। প্রযুক্তি যে নির্ভুল, সে কথাও জানানো হয়। আজকে তারাই আবার বলছে যে প্রযুক্তিতে ত্রুটি আছে এবং তা ভরসাযোগ্য নয়।’ 

কেপটাউনের টেস্টে এলগার যে স্পষ্ট আউট ছিলেন, সে বিষয়ে নিশ্চিত আজমল। তিনি মনে করেন, যার সঙ্গে এমন ঘটনা ঘটে, একমাত্র সেই বোঝে, ‘আমি ডিন এলগারের রিভিউটা কয়েকবার দেখেছি এবং কোনোভাবেই ওই বলটা স্টাম্পের ওপর দিয়ে যেতে পারে না। এমন একটা নিশ্চিত আউটের সিদ্ধান্ত বিরুদ্ধে গেলে তখন বোঝা যায় এগুলো মেনে নেওয়া কতটা কঠিন। ঠিক আজকে যেমন অশ্বিনের বলটা উইকেটে লাগত, একইভাবে ২০১১ বিশ্বকাপে শচীনকে করা আমার বলটাও স্টাম্পে লাগত।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত