ক্রীড়া ডেস্ক
সেমিফাইনালের লড়াই থেকে নেদারল্যান্ডস ছিটকে গিয়েছিল আগেই। অন্যদিকে জিম্বাবুয়ের কাছে আজ ম্যাচটি ছিল সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচ। অ্যাডিলেডে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে প্রথম জয় পেয়েছে ডাচরা। তাতে সেমিফাইনালের আশা শেষ হয়ে গেল জিম্বাবুয়ের।
১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। ৭ বলে ৮ রান করা স্টিফেন মাইবার্গের উইকেট তুলে নেন ব্লেসিং মুজারাবানি। ডাচদের স্কোর তখন ৩.২ ওভারে ১ উইকেট ১৭ রান। মাইবার্গের বিদায়ের পর উইকেটে আসেন টম কুপার। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও’ডাউড-কুপার ৫৭ বলে ৭৩ রানের জুটি গড়েন। যা ডাচদের জয়ের পথে অনেকটা এগিয়ে নিয়ে যায়। কুপারকে আউট করে দ্বিতীয় উইকেটের জুটি ভাঙেন লুক জঙ্গুয়ে। কুপারের পর উইকেটে আসা কলিন অ্যাকারমানও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন।
কুপার, অ্যাকারমান অল্প সময়ের ব্যবধানে বিদায় নিলে নেদারল্যান্ডসের স্কোর তখন ৩ উইকেটে ৯১ রান। তাতে ডাচদের অবশ্য খুব একটা অসুবিধা হয়নি। চতুর্থ উইকেটে বাস ডি লিড-ও’ডাউডের ১০ বলে ১৮ রানের জুটিতেই ডাচরা চলে যায় জয়ের কাছাকাছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১ তম ফিফটি পেয়েছেন ও’ডাউড। ফিফটি পেরোনো ও’ডাউডের উইকেট তুলে নেন মুজারাবানি। দলের জয় থেকে ২ রান দূরে থাকতে বিদায় নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এরপর ১৮ তম ওভারের শেষ বলে শন উইলিয়ামসকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন ডি লিড।
নেদারল্যান্ডসের সর্বোচ্চ রান করেন ও’ডাউড। ৪৭ বলে করেছেন ৫২ রান,৮টি চার এবং একটি ছক্কা মেরেছেন। ডাচ এই ওপেনার হয়েছেন ম্যাচসেরা। আর জিম্বাবুয়ের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। ১৯.২ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুইয়ানরা। সর্বোচ্চ রান করেন সিকান্দার রাজা। ২৪ বলে ৪০ রান করেন জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পল ফন মিকেরেন।
সেমিফাইনালের লড়াই থেকে নেদারল্যান্ডস ছিটকে গিয়েছিল আগেই। অন্যদিকে জিম্বাবুয়ের কাছে আজ ম্যাচটি ছিল সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচ। অ্যাডিলেডে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে প্রথম জয় পেয়েছে ডাচরা। তাতে সেমিফাইনালের আশা শেষ হয়ে গেল জিম্বাবুয়ের।
১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। ৭ বলে ৮ রান করা স্টিফেন মাইবার্গের উইকেট তুলে নেন ব্লেসিং মুজারাবানি। ডাচদের স্কোর তখন ৩.২ ওভারে ১ উইকেট ১৭ রান। মাইবার্গের বিদায়ের পর উইকেটে আসেন টম কুপার। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও’ডাউড-কুপার ৫৭ বলে ৭৩ রানের জুটি গড়েন। যা ডাচদের জয়ের পথে অনেকটা এগিয়ে নিয়ে যায়। কুপারকে আউট করে দ্বিতীয় উইকেটের জুটি ভাঙেন লুক জঙ্গুয়ে। কুপারের পর উইকেটে আসা কলিন অ্যাকারমানও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন।
কুপার, অ্যাকারমান অল্প সময়ের ব্যবধানে বিদায় নিলে নেদারল্যান্ডসের স্কোর তখন ৩ উইকেটে ৯১ রান। তাতে ডাচদের অবশ্য খুব একটা অসুবিধা হয়নি। চতুর্থ উইকেটে বাস ডি লিড-ও’ডাউডের ১০ বলে ১৮ রানের জুটিতেই ডাচরা চলে যায় জয়ের কাছাকাছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১ তম ফিফটি পেয়েছেন ও’ডাউড। ফিফটি পেরোনো ও’ডাউডের উইকেট তুলে নেন মুজারাবানি। দলের জয় থেকে ২ রান দূরে থাকতে বিদায় নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এরপর ১৮ তম ওভারের শেষ বলে শন উইলিয়ামসকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন ডি লিড।
নেদারল্যান্ডসের সর্বোচ্চ রান করেন ও’ডাউড। ৪৭ বলে করেছেন ৫২ রান,৮টি চার এবং একটি ছক্কা মেরেছেন। ডাচ এই ওপেনার হয়েছেন ম্যাচসেরা। আর জিম্বাবুয়ের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। ১৯.২ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুইয়ানরা। সর্বোচ্চ রান করেন সিকান্দার রাজা। ২৪ বলে ৪০ রান করেন জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পল ফন মিকেরেন।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৪ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৭ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
৯ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১০ ঘণ্টা আগে