সেমিফাইনালের লড়াই থেকে নেদারল্যান্ডস ছিটকে গিয়েছিল আগেই। অন্যদিকে জিম্বাবুয়ের কাছে আজ ম্যাচটি ছিল সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচ। অ্যাডিলেডে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে প্রথম জয় পেয়েছে ডাচরা। তাতে সেমিফাইনালের আশা শেষ হয়ে গেল জিম্বাবুয়ের।
১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। ৭ বলে ৮ রান করা স্টিফেন মাইবার্গের উইকেট তুলে নেন ব্লেসিং মুজারাবানি। ডাচদের স্কোর তখন ৩.২ ওভারে ১ উইকেট ১৭ রান। মাইবার্গের বিদায়ের পর উইকেটে আসেন টম কুপার। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও’ডাউড-কুপার ৫৭ বলে ৭৩ রানের জুটি গড়েন। যা ডাচদের জয়ের পথে অনেকটা এগিয়ে নিয়ে যায়। কুপারকে আউট করে দ্বিতীয় উইকেটের জুটি ভাঙেন লুক জঙ্গুয়ে। কুপারের পর উইকেটে আসা কলিন অ্যাকারমানও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন।
কুপার, অ্যাকারমান অল্প সময়ের ব্যবধানে বিদায় নিলে নেদারল্যান্ডসের স্কোর তখন ৩ উইকেটে ৯১ রান। তাতে ডাচদের অবশ্য খুব একটা অসুবিধা হয়নি। চতুর্থ উইকেটে বাস ডি লিড-ও’ডাউডের ১০ বলে ১৮ রানের জুটিতেই ডাচরা চলে যায় জয়ের কাছাকাছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১ তম ফিফটি পেয়েছেন ও’ডাউড। ফিফটি পেরোনো ও’ডাউডের উইকেট তুলে নেন মুজারাবানি। দলের জয় থেকে ২ রান দূরে থাকতে বিদায় নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এরপর ১৮ তম ওভারের শেষ বলে শন উইলিয়ামসকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন ডি লিড।
নেদারল্যান্ডসের সর্বোচ্চ রান করেন ও’ডাউড। ৪৭ বলে করেছেন ৫২ রান,৮টি চার এবং একটি ছক্কা মেরেছেন। ডাচ এই ওপেনার হয়েছেন ম্যাচসেরা। আর জিম্বাবুয়ের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। ১৯.২ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুইয়ানরা। সর্বোচ্চ রান করেন সিকান্দার রাজা। ২৪ বলে ৪০ রান করেন জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পল ফন মিকেরেন।
সেমিফাইনালের লড়াই থেকে নেদারল্যান্ডস ছিটকে গিয়েছিল আগেই। অন্যদিকে জিম্বাবুয়ের কাছে আজ ম্যাচটি ছিল সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচ। অ্যাডিলেডে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে প্রথম জয় পেয়েছে ডাচরা। তাতে সেমিফাইনালের আশা শেষ হয়ে গেল জিম্বাবুয়ের।
১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। ৭ বলে ৮ রান করা স্টিফেন মাইবার্গের উইকেট তুলে নেন ব্লেসিং মুজারাবানি। ডাচদের স্কোর তখন ৩.২ ওভারে ১ উইকেট ১৭ রান। মাইবার্গের বিদায়ের পর উইকেটে আসেন টম কুপার। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও’ডাউড-কুপার ৫৭ বলে ৭৩ রানের জুটি গড়েন। যা ডাচদের জয়ের পথে অনেকটা এগিয়ে নিয়ে যায়। কুপারকে আউট করে দ্বিতীয় উইকেটের জুটি ভাঙেন লুক জঙ্গুয়ে। কুপারের পর উইকেটে আসা কলিন অ্যাকারমানও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন।
কুপার, অ্যাকারমান অল্প সময়ের ব্যবধানে বিদায় নিলে নেদারল্যান্ডসের স্কোর তখন ৩ উইকেটে ৯১ রান। তাতে ডাচদের অবশ্য খুব একটা অসুবিধা হয়নি। চতুর্থ উইকেটে বাস ডি লিড-ও’ডাউডের ১০ বলে ১৮ রানের জুটিতেই ডাচরা চলে যায় জয়ের কাছাকাছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১ তম ফিফটি পেয়েছেন ও’ডাউড। ফিফটি পেরোনো ও’ডাউডের উইকেট তুলে নেন মুজারাবানি। দলের জয় থেকে ২ রান দূরে থাকতে বিদায় নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এরপর ১৮ তম ওভারের শেষ বলে শন উইলিয়ামসকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন ডি লিড।
নেদারল্যান্ডসের সর্বোচ্চ রান করেন ও’ডাউড। ৪৭ বলে করেছেন ৫২ রান,৮টি চার এবং একটি ছক্কা মেরেছেন। ডাচ এই ওপেনার হয়েছেন ম্যাচসেরা। আর জিম্বাবুয়ের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। ১৯.২ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুইয়ানরা। সর্বোচ্চ রান করেন সিকান্দার রাজা। ২৪ বলে ৪০ রান করেন জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পল ফন মিকেরেন।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
৫ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
৬ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
৭ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৮ ঘণ্টা আগে