Ajker Patrika

বাংলাদেশের হতাশার মাঝে আইসিসির সুখবর পেলেন মিরাজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৫: ৫২
Thumbnail image
টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: বিসিবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা ভালো কাটছে না বাংলাদেশের। মিরপুর থেকে চট্টগ্রাম ভেন্যু বদলালেও বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের চিত্রটা থেকে যাচ্ছে একই। সেই সিরিজের মাঝে মেহেদী হাসান মিরাজকে সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

চট্টগ্রামে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। এই দ্বিতীয় দিনের খেলা চলার সময়ই আইসিসি হালনাগাদ করেছে সাপ্তাহিক র‍্যাঙ্কিং। সেখানে দেখা গেছে, টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৯৪। চট্টগ্রামে এখনো কোনো উইকেট না পেলেও মিরপুরে তিনি পেয়েছিলেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন মিরাজ। সপ্তম উইকেটে জাকের আলী অনিকের সঙ্গে মিরাজ ১৩২ রানের জুটি গড়তে অবদান রেখেছিলেন। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

মিরাজের সুখবরের দিনে দুঃসংবাদ পেয়েছেন সাকিব আল হাসান। এক ধাপ পিছিয়ে টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চারে নেমে গেছেন সাকিব। মিরাজের মতো সুসংবাদ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাও। ৩ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার পেসারের রেটিং পয়েন্ট ৮৬০। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে তিনি পেয়েছিলেন ৯ উইকেট। যার মধ্যে ৬টিই পেয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। টেস্টে এক ইনিংসে ১৫ বার নিয়েছেন ৫ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রোটিয়া এই পেসারের উইকেট ৩০৮। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা দুই দিন ধরে ব্যাটিং করায় বোলিংয়ে এখনো নামতে পারেননি রাবাদা।

রাবাদা শীর্ষে ওঠায় সিংহাসন হারিয়েছেন জসপ্রীত বুমরা। ২ ধাপ পিছিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনে নেমে গেছেন বুমরা। ভারতীয় এই পেসারের রেটিং ৮৪৬। এই সুযোগে জশ হ্যাজলউড এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে ওঠা হ্যাজলউডের রেটিং ৮৪৭। অন্যদিকে ইংল্যান্ডকে কাঁপিয়ে বড় লাফ দিলেন নোমান আলী। টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন নোমান। সদ্য সমাপ্ত পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন মিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত