Ajker Patrika

বেকায়দায় পড়া পাকিস্তানের ‘রোগ’ ধরতে পেরেছেন কারস্টেন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ২৩
বেকায়দায় পড়া পাকিস্তানের ‘রোগ’ ধরতে পেরেছেন কারস্টেন

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর চাপে পাকিস্তান ক্রিকেট দল। ওয়াসিম আকরাম থেকে শুরু করে আহমেদ শেহজাদ-সবারই সমালোচনার শিকার পাকিস্তান। বিপদে পড়া পাকিস্তানকে উত্তরণের উপায়ই যেন এবার বাতলে দিলেন দলটির সাদা বলের কোচ গ্যারি কারস্টেন। 

শাহিন, নাসিম দুজনেই তাঁদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচটা ছিল রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশের বিপক্ষে শেষ (দ্বিতীয়) টেস্টের একাদশে না থাকা এই দুই পেসার এবার খেলছেন পাকিস্তানের ঘরোয়া চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে। লিস্ট ‘এ’ ক্রিকেটের টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ার সময় শাহিন, নাসিমকে নিয়ে উদ্বেগের কথা জানালেন কারস্টেন। পাকিস্তানের সাদা বলের কোচ বলেন, ‘পেসাররা সব সময় চাপে থাকে ম্যাচ জেতানোর জন্য। যখন আমাদের প্রধান সম্পদের দিকে তাকাব, সেখানে দেখা যাবে যে শাহিন আফ্রিদি ও নাসিম শাহ পাকিস্তানের সব সংস্করণের ক্রিকেটে ওয়ার্কলোডের ভার সামলাচ্ছে।’ 

২০২৩ এর ১ মার্চ থেকে গত দেড় বছরের হিসেব করলে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ ম্যাচ খেলেছেন শাহিন। বোলিং করেছেন ৪৫৫.১ ওভার (২৭৩১ বল)। পাশাপাশি তাঁদের টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তো খেলছেনই। পাকিস্তানের বাঁহাতি পেসারের ওপর বেশি চাপ যাচ্ছে বলে মনে করেন কারস্টেন। সাদা বলের কোচ বলেছেন, ‘আমি একটা পরিসংখ্যান দেখেছি যে গত ১৮ মাসে শাহিন তিনগুণ বেশি বোলিং করেছে বিশ্বের অন্যান্য পেসারদের চেয়ে। সেটা খুবই দুশ্চিন্তার ব্যাপার। এটা নিয়ে অবশ্যই কিছু তো ভাবা দরকার।’ 

পাকিস্তানে চলমান ওয়ানডে কাপে নাসিম খেলছেন মারখোরস দলে। শাহিন নেতৃত্ব দিচ্ছেন লায়নসকে। দুজনেই সমান ৫টি করে উইকেট নিয়েছেন। শাহিন ও নাসিমের ইকোনমি ৫.১০ ও ৬.০৫। ২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মারখোরস। লায়নস এক পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত