ক্রীড়া ডেস্ক
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গত রাতে আর্সেনাল সেমিফাইনালের প্রথম লেগে খেলেছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে। পিএসজির ১-০ গোলের জয় দেখে রুদ্ধশ্বাস জয় মনে হতে পারে। তবে মাঠে নিখুঁত খেলা তেমন একটা দেখাতে পারেনি আর্সেনাল। গানার্সদের রুখতে এমনভাবে রক্ষণভাগ সাজান পিএসজি কোচ লুইস এনরিকে, মনে হচ্ছিল আগে থেকেই সবকিছু বিচার-বিশ্লেষণ করে খেলতে এসেছেন।
আর্সেনাল-পিএসজি সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ৭ মে। ম্যাচটি হবে পার্ক দে প্রিন্সেসে। আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া দ্বিতীয় লেগকে পাখির চোখ করে রেখেছেন। এমিরেটসে গত রাতে হারের পর পিএসজির উদ্দেশে এক রকম হুংকার ছেড়ে রায়া বলেন, ‘আমরা ২৫ মিনিট থেকে দেখিয়েছি, যেকোনো দলের বিপক্ষেই আমরা জিততে পারি। ঘরের বাইরে যে জিততে পারি, সেটা এই মৌসুমে দেখিয়েছি। তাই আমরা প্যারিসে আগামী সপ্তাহে জিততে যাচ্ছি।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্সেনাল যে দাপট দেখিয়েছিল, এর ছিটেফোঁটাও আজ দেখা যায়নি। বলের দখল, শট নেওয়া, পাস বাড়ানোর সংখ্যা, নিখুঁতভাবে বল বাড়ানো—সবকিছুতেই গানারদের চেয়ে এগিয়ে ছিল প্যারিসিয়ানরা। জমাট রক্ষণভাগ দেখেই বোঝা যাচ্ছিল, মিকেল আরতেতার দলকে রুখতে সব রকম ‘হোম ওয়ার্ক’ করে এসেছে লুইস এনরিকের দল।
এমিরেটস স্টেডিয়ামে গত রাতে চার মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে আর্সেনালের রক্ষণভাগে ঢুকে পড়েন খিচা কাভারাস্কেইয়া। আর্সেনালের রক্ষণ চিড়ে কাভারেইস্কা এরপর খুঁজে পান দেম্বেলেকে। বাঁ পায়ে শট নিয়ে দুর্দান্ত গোল করেন দেম্বেলে। শেষ পর্যন্ত এই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিকের দল।
অ্যাওয়ে ম্যাচ জয়ের আত্মবিশ্বাসের যে কথা গতকাল রায়া বলেছেন, তা অবশ্য যৌক্তিক। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এমিরেটসে আর্সেনাল জিতেছিল ৩-০ গোলে। এরপর সান্তিয়াগো বার্নাব্যুতে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির রিয়ালকে। যে দল রিয়ালের ‘দুর্গ’ জয় করতে পারে, পিএসজিকে পার্ক দে প্রিন্সেসে হারাতে পারবে কি না, সেটা সময়ই বলে দেবে।
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গত রাতে আর্সেনাল সেমিফাইনালের প্রথম লেগে খেলেছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে। পিএসজির ১-০ গোলের জয় দেখে রুদ্ধশ্বাস জয় মনে হতে পারে। তবে মাঠে নিখুঁত খেলা তেমন একটা দেখাতে পারেনি আর্সেনাল। গানার্সদের রুখতে এমনভাবে রক্ষণভাগ সাজান পিএসজি কোচ লুইস এনরিকে, মনে হচ্ছিল আগে থেকেই সবকিছু বিচার-বিশ্লেষণ করে খেলতে এসেছেন।
আর্সেনাল-পিএসজি সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ৭ মে। ম্যাচটি হবে পার্ক দে প্রিন্সেসে। আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া দ্বিতীয় লেগকে পাখির চোখ করে রেখেছেন। এমিরেটসে গত রাতে হারের পর পিএসজির উদ্দেশে এক রকম হুংকার ছেড়ে রায়া বলেন, ‘আমরা ২৫ মিনিট থেকে দেখিয়েছি, যেকোনো দলের বিপক্ষেই আমরা জিততে পারি। ঘরের বাইরে যে জিততে পারি, সেটা এই মৌসুমে দেখিয়েছি। তাই আমরা প্যারিসে আগামী সপ্তাহে জিততে যাচ্ছি।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্সেনাল যে দাপট দেখিয়েছিল, এর ছিটেফোঁটাও আজ দেখা যায়নি। বলের দখল, শট নেওয়া, পাস বাড়ানোর সংখ্যা, নিখুঁতভাবে বল বাড়ানো—সবকিছুতেই গানারদের চেয়ে এগিয়ে ছিল প্যারিসিয়ানরা। জমাট রক্ষণভাগ দেখেই বোঝা যাচ্ছিল, মিকেল আরতেতার দলকে রুখতে সব রকম ‘হোম ওয়ার্ক’ করে এসেছে লুইস এনরিকের দল।
এমিরেটস স্টেডিয়ামে গত রাতে চার মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে আর্সেনালের রক্ষণভাগে ঢুকে পড়েন খিচা কাভারাস্কেইয়া। আর্সেনালের রক্ষণ চিড়ে কাভারেইস্কা এরপর খুঁজে পান দেম্বেলেকে। বাঁ পায়ে শট নিয়ে দুর্দান্ত গোল করেন দেম্বেলে। শেষ পর্যন্ত এই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিকের দল।
অ্যাওয়ে ম্যাচ জয়ের আত্মবিশ্বাসের যে কথা গতকাল রায়া বলেছেন, তা অবশ্য যৌক্তিক। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এমিরেটসে আর্সেনাল জিতেছিল ৩-০ গোলে। এরপর সান্তিয়াগো বার্নাব্যুতে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির রিয়ালকে। যে দল রিয়ালের ‘দুর্গ’ জয় করতে পারে, পিএসজিকে পার্ক দে প্রিন্সেসে হারাতে পারবে কি না, সেটা সময়ই বলে দেবে।
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৫ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
৭ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৭ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
৮ ঘণ্টা আগে