Ajker Patrika

‘সম্ভাব্য’ অধিনায়কদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘সম্ভাব্য’ অধিনায়কদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম সংস্করণের ট্রফি উন্মোচন হয়েছে আজ। কুর্মিটোলা ক্যান্টনমেন্টে ট্রফি উন্মোচনে ছিলেন ছয় ফ্র্যাঞ্চাইজির সম্ভাব্য অধিনায়ক এবং সিলেট স্ট্রাইকার্সের প্রতিনিধি হিসেবে ছিলেন মোহাম্মদ মিঠুন। 

সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা থাকবেন না, সেটি আগেই জানা গিয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন নাজমুল হোসেন শান্তই বিপিএলে দলটিকে নেতৃত্ব দেওয়ার কথা। যদিও ফ্র্যাঞ্চাইজি থেকে এখনো অফিশিয়াল কোনো ঘোষণা আসেনি। 

ফরচুন বরিশালের মধ্যে ছিলেন তামিম ইকবাল। যদিও ফ্র্যাঞ্চাইজিটি এখনো নেতৃত্ব ঘোষণা করেনি। তবে আলোচনায় আছেন তামিম। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম, খুলনা টাইগার্সের এনামুল হক বিজয়, রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান, কুমিল্লা ভিক্টোরিয়ানসের লিটন দাস এবং দুর্দান্ত ঢাকা মোসাদ্দেক হোসেন সৈকত উপস্থিত ছিলেন। 

আগামী পরশু থেকে শুরু হবে ২০২৪ বিপিএল সংস্করণ। টুর্নামেন্টে এবার টাইটেল স্পনসর হিসেবে আছে ইস্পাহানি। পাওয়ার্ডবাই ডিজিটাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ। এ ছাড়াও আছে এলপিজি ওমেরা ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত