Ajker Patrika

লিটনের মতো বাংলাদেশের হতশ্রী ফিল্ডিংকে কাঠগড়ায় তুললেন কোচও

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের ফিল্ডিংকে কাঠগড়ায় তুললেন লিটন দাস। ছবি: বিসিবি
বাংলাদেশের ফিল্ডিংকে কাঠগড়ায় তুললেন লিটন দাস। ছবি: বিসিবি

আরব আমিরাতের কাছেও শেষ পর্যন্ত হারতে হলো বাংলাদেশকে। তাও ম্যাচটা বাংলাদেশ হারল হাতের নাগালে থাকা অবস্থায় থেকে। ক্যাচ মিস, বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে গত রাতে শারজায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে আমিরাতের কাছে।

শারজায় গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ আগে ব্যাটিং করে ২০৫ রান তুললে ম্যাচে অনেকটাই এগিয়ে যায়। তবে তাওহীদ হৃদয়ের ক্যাচ মিস, রান আউটের সুযোগ নষ্টসহ শরীফুল ইসলামের ওভারথ্রো—হতশ্রী ফিল্ডিংয়ের পসরা যখন এভাবে সাজিয়ে তোলে বাংলাদেশ, আমিরাত এই সুযোগ কাজে না লাগিয়ে কি পারে? ১ বল হাতে রেখে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়ল আমিরাত।

হাতের নাগালে থাকা ম্যাচ হারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নিজেদের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। তবে তিনি বাংলাদেশের হতশ্রী ফিল্ডিং নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। লিটনের সুরে সুর মিলিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও। ম্যাচ শেষে সাংবাদিকদের সিমন্স বলেন, ‘দেখুন, ম্যাচটা দুই দলের। তারা অনেক ভালো ব্যাটিং করেছে। আমাদেরও ব্যাটিং ভালো হয়েছে। ক্যাচ মিস। আমরা কয়েকটি ক্যাচ মিস করেছি। তাতেই তারা ম্যাচে থাকে। ব্যাটিংটা তারা খুবই ভালো করেছে।’

আরব আমিরাত সিরিজের পর বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। পাকিস্তান সিরিজের আগে আমিরাতের কাছে হার বাংলাদেশের জন্য এক রকম ধাক্কাই বটে। সিমন্স অবশ্য তেমন দুশ্চিন্তা করছেন না। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘এখানে কয়েকটা ম্যাচ খেলতে চাই। আর পাকিস্তানে যেটা করতে চাই, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। এরকম প্রস্তুতিই আমরা নিচ্ছি।’ তবে পাকিস্তানে কবে রওনা দেবে বাংলাদেশ, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি সিমন্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত