Ajker Patrika

পাকিস্তানকে পেলে এতটা ভয়ংকর হয়ে ওঠেন কোহলি 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ ছাড়া ভারত-পাকিস্তান এখন মুখোমুখি হওয়ার সুযোগই পায় না। সেকারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে ‘পাখির চোখ’ থাকে সবার। বড় মঞ্চে পাকিস্তানকে পেলে বিরাট কোহলির ব্যাট ছোটে তরবারির মতো। ভারতীয় এই ব্যাটারকে নিয়ে স্বাভাবিকভাবেই যে তটস্থ থাকতে হয় পাকিস্তান দলকে। 

নিউইয়র্কে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগে বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিরা যদি কোহলির একটা পরিসংখ্যান দেখে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই চোখ কপালে উঠতে বাধ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোহলির গড় ৩০৮। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারতীয় ব্যাটার করেছেন ৪ ফিফটি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছেন কোহলি। ৩০৮ গড় ও ১৩২.৭৫ স্ট্রাইকরেটে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তিনি করেছেন ৩০৮ রান। পাঁচ ম্যাচের মধ্যে তাঁকে একবারই আউট করতে পেরেছে পাকিস্তান। পরিসংখ্যানই বলে দিচ্ছে, সময়ের সেরা ব্যাটারের সামনে পাকিস্তানের বোলাররা রীতিমতো অসহায় হয়ে পড়েন। কোহলির আরাধ্য উইকেট পাকিস্তান পেয়েছিল দুবাইয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে ৪৯ বলে ৫৭ রান করা কোহলিকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। সেই ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে হারায় ভারতকে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপ মিলে এখনো পর্যন্ত এটাই পাকিস্তানের একমাত্র জয়। 

কলম্বো, মিরপুর, ইডেন, দুবাই, মেলবোর্ন—পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচটি ভিন্ন ভেন্যুতে খেলেছেন কোহলি। যার মধ্যে সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে দর্শকপূর্ণ স্টেডিয়ামে খেলেছেন ৮২ রানের অপরাজিত ইনিংস। ভারতের বিপর্যয়ে যেভাবে একা লড়ে গেছেন, সেই ম্যাচের কথা ক্রিকেটপ্রেমীরা চাইলেও যে ভুলতে পারবেন না। ৫৩ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ৪ ছক্কা। যার মধ্যে রয়েছে হারিস রউফকে মারা চোখধাঁধানো দুই ছক্কা। ভারতকে ম্যাচ জেতানোর পর কোহলির চোখে ছিল আনন্দাশ্রু। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতেই। 

যুক্তরাষ্ট্রের কাছে হেরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। সুপার এইটে যেতে হলে বাবর-শাহিনদের এখন নিজেদের শেষ তিন ম্যাচ জয়ের
কোনো বিকল্প নেই। নিউইয়র্কে আজ বিরাটের উইকেট নিতে পাকিস্তানের বোলাররা যে এই ব্যাপারে আলাদা পরিকল্পনা করছেন, তা হলফ করে বলাই যায়। কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত