Ajker Patrika

সুপার ফোরে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ২১
সুপার ফোরে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে বিপাকেই পড়ে গিয়েছিল বাংলাদেশ দল। এশিয়া কাপের সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে হলে–আফগানদের বিপক্ষে জিততেই হতো তাদের। যেমন তেমন নয়, বড় জয় দরকার ছিল বাংলাদেশের। 

সুপার ফোরে উঠতে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে বড় জয়ই তুলে নিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরির সৌজন্যে ৩৩৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জয়ের ব্যবধানটা ৬০ রানের হলেই পয়েন্ট টেবিলে মোটামুটি সুবিধাজনক অবস্থানে থাকত তারা। 

কিন্তু দুই পেসার- তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের জয়ের ব্যবধানটা হয় ৮৯ রানের। তাতে বাংলাদেশের সুপার ফোরে ওঠা নিশ্চিতই হয়ে গেল। বাংলাদেশ যে সমীকরণে সুপার ফোরে উঠল, তাও স্পষ্ট করা যাক।

লাহোরে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। আফগানিস্তান সুপার ফোরে যেতে হলে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। কারণ, নেট রান রেটে অনেক পিছিয়ে আছেন রশিদ খানরা। এক ম্যাচ হারে পয়েন্টহীন আফগানিস্তানের-১.৭৮০ নেট রান রেট। বড় জয় ছাড়া উপায় নেই তাদের। 

এখন এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +৯৫০ নেট রানে রেটে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। আফগানরা বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন শ্রীলঙ্কা চলে যাবে তিন নম্বরে, সুপার ফোরে যাবে শীর্ষ দুই দল। বাংলাদেশ এখন ২ ম্যাচে এক হার ও এক জয়ে–২ পয়েন্ট এবং +৩৭৩ নেট রানে রেট পয়েন্ট টেবিলের দুইয়ে আছে। সব মিলিয়ে বাংলাদেশের তিনে নামার শঙ্কা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত